কারা কারা মন্ত্রী হচ্ছেন কেজরিওয়ালের মন্ত্রীসভায়- প্রাক্তন সাংবাদিকরাই সংখ্যাগরিষ্ঠ, তরুণদের ভিড়

১৬ দিনের টালবাহানার পর অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল যন্তরমন্তরে শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও, সেই অনুমতি দেননি উপ রাজ্যপাল৷ তাই শপথগ্রহণ হবে রামলীলা ময়দানে৷

Updated By: Dec 23, 2013, 10:05 PM IST

১৬ দিনের টালবাহানার পর অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল যন্তরমন্তরে শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও, সেই অনুমতি দেননি উপ রাজ্যপাল৷ তাই শপথগ্রহণ হবে রামলীলা ময়দানে৷

এখন দেখে নেওয়া যাক কেজরিওয়ালের মন্ত্রীসভায় কারা থাকছেন।

মনীশ সিসোদিয়া-- প্রাক্তন সাংবাদিক। অরবিন্দ কেজরিওয়ালের পর কার্যত আম আদমি পার্টির সেকেন্ড ম্যান। নিশ্চিত বড় কোনও পদ পাবেন। শোনা যাচ্ছে শিল্প অথবা স্বাস্থ্যে দফতরের দায়িত্ব পেতে পারেন। পাতপরগঞ্জ কেন্দ্রে মনীশ হারান বিজেপির নকুল ভরদ্বাজকে ১১, ৪৭৮ ভোটে।

সৌরভ ভরদ্বাজ-- কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার। সমাজসেবার কাজে ছেলেবেলা থেকেই যুক্ত। হতে পারেন শিক্ষামন্ত্রী। ৩৪ বছরের সৌরভ হারান বিজেপির হেভিওয়েট প্রার্থী বিজয় মালহোত্রাকে। গ্রেটার কৈলাসা কেন্দ্রে সৌরভ জেতেন ১৩ হাজার সামান্য কিছু বেশী ভোটে।

বিনোদ কুমার বিন্নি-দিল্লি বিশ্ববিদ্যালয়েক গ্র্যাজুয়েট। শিক্ষামন্ত্রী এ কে ওয়ালিয়াকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন। কেজরিওয়ালের পছন্দের পাত্র। মন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত।

সোমনাথ ভারতী-- দলে কাজের লোক হিসাবে পরিচিত। প্রচুর খেটেছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে ভোটেও জিতেছেন। মন্ত্রী তো হবেনই, তবে দেখার কোনও গুরুত্বপূর্ণ দফতর পান কি না।

রাখি বিড়লা- এবারের নির্বাচনে মাত্র পাঁচজন মহিলা প্রাত্থী ছিল আপ-এর। তিনি জিতেছেন শীলা দীক্ষিতের সরকারের মন্ত্রী রাজ কুমার চৌহানের মত ডাকসাইটে নেতাকে হারিয়ে। রাখি ছিলেন তুখোড় সাংবাদিক। এবার দেখা যাচ্ছেই কেজরিওয়ালের মন্ত্রীসভায়।

জার্নেল সিং- তিলক নগরের মত কেন্দ্র থেকে জিতেছেন। পড়াশোনা মাত্র এইচ এস পর্যন্ত। কিন্তু ব্যবসায় সফল হওয়ায় প্রশাসনিক কাজ জানা। অভিজ্ঞতাকে কাজে লাগাতে মন্ত্রীত্ব পাচ্ছেন।

.