রামলীলায় কেজরিওয়ালের শপথ শনিবার, থাকতে পারেন আন্না

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। কেজরিওয়াল ছাড়াও ওই দিন আরও ছজন শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্না হাজারেকে উপস্থিত থাকার অনুরোধ জানাবেন অরবিন্দ কেজরিওয়াল। শরীর ভাল থাকলে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন আন্না হাজারে।

Updated By: Dec 25, 2013, 07:32 PM IST

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। কেজরিওয়াল ছাড়াও ওই দিন আরও ছজন শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্না হাজারেকে উপস্থিত থাকার অনুরোধ জানাবেন অরবিন্দ কেজরিওয়াল। শরীর ভাল থাকলে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন আন্না হাজারে।

দিল্লির রামলীলা ময়দানেই জন লোকপাল বিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা। শনিবার সেই ময়দানেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে । কেজরিওয়ালের সঙ্গে শপথ নেবেন আরও ছজন। তাঁরা হলেন মণীশ সিসোদিয়া, রাখী বিড়লা, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, গিরিশ সোনি এবং সতেন্দ্র জৈন। এই মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছেন ২৬ বছরের রাখী বিড়লা। কেজরিয়াল ঘনিষ্ঠ মণীশ সিসোদিয়া গুরুত্বপূর্ণ দফতর পেতে চলেছেন বলেই খবর।

মন্ত্রীত্ব না পাওয়ায় মঙ্গলবার দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিনোদ ভিনি। বিনোদ ভিনির মান ভাঙাতে মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে যান আপ নেতা সঞ্জয় সিং ও কুমার বিশ্বাস। সকাল হতেই তার ফল মিলেছে। বুধবার বিনি জানিয়ে দেন দলের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই।

আপ সরকারকে সমর্থন নিয়ে দলের অন্দরে ক্ষোভ থাকলেও কংগ্রেস সিদ্ধান্ত বদল করছে না বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা মীফ আফজল। বুধবারই কেজরিওয়ালের বাড়িতে গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন জেডিইউ বিধায়ক শোয়েব ইকবাল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্না হাজারে, কিরণ বেদী, সন্তোষ হেগড়েকে আমন্ত্রণ জানাবে দল। আগে আন্না জানিয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন না। এদিন অবশ্য সুর নরম করে বলেছেন, শরীর ভাল থাকলে তিনি যাবেন।

.