কেরলেও সিপিআইএমকে জমি ছাড়তে নারাজ মমতা, লোকসভায় দিতে পারেন প্রার্থী
এবারে কেরলেও লোকসভা ভোটে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে এই জল্পনার মাঝেই শুক্রবার কোচিতে সভা করবেন মুকুল রায়। বাংলার বাইরে কেরল এবং ত্রিপুরা, এই দুই রাজ্যে সিপিআইএমের জোরালো উপস্থিতি রয়েছে। তৃণমূল সুত্রে খবর, এই দুটি রাজ্যেই তাই এবারে নজর দিতে চাইছে দল। ইতিমধ্যেই লোকসভা ভোটে ত্রিপুরায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। এবারে কেরলেও সংগঠন বিস্তারে তাঁরা উদ্যোগী হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এবারে কেরলেও লোকসভা ভোটে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে এই জল্পনার মাঝেই শুক্রবার কোচিতে সভা করবেন মুকুল রায়। বাংলার বাইরে কেরল এবং ত্রিপুরা, এই দুই রাজ্যে সিপিআইএমের জোরালো উপস্থিতি রয়েছে। তৃণমূল সুত্রে খবর, এই দুটি রাজ্যেই তাই এবারে নজর দিতে চাইছে দল। ইতিমধ্যেই লোকসভা ভোটে ত্রিপুরায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। এবারে কেরলেও সংগঠন বিস্তারে তাঁরা উদ্যোগী হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের বাইরেও দলের প্রচার বাড়াতে মরিয়া চেষ্টা চালেচ্ছে তৃণমূল। সেখানেও সিপি আই এমের বিরোধিতায় মুকুল রায়রা মুখর হবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।