নতুন দলে গড়ে কেজরিওয়ালের স্বপ্ন দিল্লি দখল
আন্দোলনটা শুরু হয়েছিল রাজনৈতিক রঙ ছাড়া একটা মঞ্চ তৈরি করার লোকদেখানো মনোভাব নিয়ে।কিন্তু আন্নার সংসারের `বিদ্রোহী` সদস্য অরবিন্দ কেজরিওয়াল টিম আন্নার আন্দোলনের আসল মুখটা সামনে এনে দিলেন।
আন্দোলনটা শুরু হয়েছিল রাজনৈতিক রঙ ছাড়া একটা মঞ্চ তৈরি করার লোকদেখানো মনোভাব নিয়ে।কিন্তু আন্নার সংসারের `বিদ্রোহী` সদস্য অরবিন্দ কেজরিওয়াল টিম আন্নার আন্দোলনের আসল মুখটা সামনে এনে দিলেন। নতুন রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করলেন টিম আন্নার প্রাক্তন সদস্য অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লিতে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নাম ২৬ নভেম্বর ঘোষণা করা হবে।
নিছক রাজনৈতিক দল নয়, রাজনৈতিক বিপ্লব। এমন বিপ্লব যা বর্তমান গণতান্ত্রিক অচলাবস্থাকে সমূলে উপড়ে ফেলবে। নিজের রাজনৈতিক দলের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে এমনই দাবি করলেন, টিম আন্নার প্রাক্তন সদস্য অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি আন্না হাজারের নাম না নিলেও তাঁর আদর্শেই দল চালানোর কথা জানিয়েছে টিম কেজরিওয়াল। ক্ষমতায় আসার দশদিনের মধ্যেই জন লোকপাল বিল কার্যকর করার প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে প্রবেশ করল টিম কেজরিওয়াল। আপাতত তাদের পাখির চোখ দিল্লি বিধানসভা নির্বাচন।