আরুষি হত্যা মামলা : নূপুর তলোয়ারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

আরুষি হত্যামামলায় তাঁর মা নূপুর তলোয়ারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার গাজিয়াবাদ আদালতের পক্ষ থেকে এই পরোয়ানা জারি করা হয়। আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Updated By: Apr 11, 2012, 01:39 PM IST

আরুষি হত্যামামলায় তাঁর মা নূপুর তলোয়ারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার গাজিয়াবাদ আদালতের পক্ষ থেকে এই পরোয়ানা জারি করা হয়। আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন নূপুর তলোয়ারের আইনজীবী।
এর আগে মেয়ে আরুষি ও বাড়ির পরিচারক হেমরাজকে হত্যার অভিযোগের শুনানিতে হাজির থাকার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেন রাজেশ ও নূপুর তলোয়ার। গত ১৪ মার্চ নূপুর তলোয়ারকে ৩০ দিনের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই আদালত।
২০০৮-এর মে মাসে নয়ডার একটি ফ্ল্যাটে ১৪ বছর বয়সী আরুষির দেহ উদ্ধার করা হয়। তার কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় বাড়ির চাকর হেমরাজের দেহ। এই জোড়া খুনের মামলায় আরুষির বাবা রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার জড়িত রয়েছে বলে অভিযোগ করে সিবিআই।

.