জেলেই থাকছেন লখভি, পাকিস্তানে গ্রেফতারি পরোয়ানা জারি তালিবান প্রধানের বিরুদ্ধে

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান মোল্লা ফাজুল্লাহের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। একই সঙ্গে গ্রেফতারি পরোয়না জারি হয়েছে টিটিপি-এর মুখপাত্র শহিদুল্লাহ শহিদ সহ আরও ১০ জনের বিরুদ্ধে।

Updated By: Dec 20, 2014, 10:48 PM IST
জেলেই থাকছেন লখভি, পাকিস্তানে গ্রেফতারি পরোয়ানা জারি তালিবান প্রধানের বিরুদ্ধে

ইসলামাবাদ: তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান মোল্লা ফাজুল্লাহের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। একই সঙ্গে গ্রেফতারি পরোয়না জারি হয়েছে টিটিপি-এর মুখপাত্র শহিদুল্লাহ শহিদ সহ আরও ১০ জনের বিরুদ্ধে।

একই সঙ্গে পাক সরকার ভারতকে আশ্বস্ত করেছে জেল থেকে মুক্তি পাচ্ছেন না ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী জাকিয়ুর রহমান লখভি।

২০১৪ সালের জুনে করাচি বিমানবন্দরে জঙ্গি হানায় জড়িত থাকার অভিযোগে ফাজহুল্লাহ সহ অনান্যদের বিরুদ্ধে শনিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। করাচি বিমানবন্দরে তালিবানি হানায় প্রাণ হারিয়েছিলেন ১০ জঙ্গি সহ অন্তত ৩০ জন।

অসমর্থিত একটি সূত্রে আজ দাবি করা হয়েছিল পাক ড্রোন হামলায় আফগানিস্তানে মৃত্যু হয়েছে ফাজহুল্লাহর।

 

.