গুরেজ সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনা, শহিদ ১ মেজর ও ৩ জওয়ান
সেনাবাহিনী পাল্টা গুলি চালাতেই পালিয়ে যায় অধিকাংশ জঙ্গি। তবে তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানি সেনার প্রবল গুলিবর্ষণের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সেনার গুলিতে নিহত ৪ জঙ্গি।
মঙ্গলবার ভোরে গুলির লড়াইয়ে কেঁপে ওঠে কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টর। পাক সেনার গোলাগুলির মধ্যেই পাকিস্তান সীমানা থেকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। গুরেজের গোবিন্দ নালা এলাকায় জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। দুজন জঙ্গির দেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। আরও ৪ জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে বহু অস্ত্র।
অারও পড়ুন-জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু, এবার ঝাড়গ্রামে
জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক মেজর ও ৩ জওয়ান। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে শহিদ হয়েছেন মেজর কে পি রানে, হাবিলদার জামি সিং, হাবিলদার বিক্রমজিত ও রাইফেলম্যান মনদীপ।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ‘মঙ্গলবার রাত একটা নাগাদ লক্ষ্য করা যায় পাক সীমানা থেকে বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। এলাকার সব সেনা চৌকিকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়া জন্য পাক সেনা গোলাগুলি শুরু করে দেয়। সেনাবাহিনী পাল্টা গুলি চালাতেই পালিয়ে যায় অধিকাংশ জঙ্গি। তবে তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুলির লড়াইয়ে শহিদ হয়েছে এক মেজর ও ৩ জওয়ান।’
আরও পড়ুন-অসমের নাগরিক পঞ্জিকরণ নিয়ে মোদী-কে নিশানা করে কবিতা লিখলেন মমতা
উল্লেখ্য, গত সপ্তাহেই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। নাম না করে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন, ‘অনুপ্রবেশের সব চেষ্টারই জবাব দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়ন্ত্রণরেখার রক্ষণাবেক্ষন করা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। এনিয়ে আমাদের অবলস্থান আগেও যা ছিল এখনও তা রয়েছে। অনুপ্রবেশ যে কোনও মূল্যে ঠেকানো হবে।’