মুলায়মই ঠিক করবেন দিল্লির সঙ্গে সমীকরণ, শপথ গ্রহণের পর বললেন অখিলেশ
উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন অখিলেশ যাদব। ৩৮ বছরের সমাজবাদী পার্টির নেতার সঙ্গে এদিন আজম খান, শিবপালসিং যাদব সমেত কয়েকজন সিনিয়র মন্ত্রী রাজ্যপাল বানোয়ারিলাল যোশির কাছে শপথ নিয়েছেন।
উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন অখিলেশ যাদব। ৩৮ বছরের সমাজবাদী পার্টির নেতার সঙ্গে এদিন আজম খান সমেত কয়েকজন সিনিয়র মন্ত্রী রাজ্যপাল বানোয়ারিলাল যোশির কাছে শপথ নিয়েছেন। শপথগ্রহণের পর প্রথম সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেন, নির্বাচনী ঘোষণাপত্র মেনে কাজ করবে সপা সরকার।
রেল বাজেটে ভাড়াবৃদ্ধি ঘিরে দিল্লিতে ইউপিএ জোটের প্রবল অভ্যন্তরীণ টানাপোড়েন সত্বেও লখনউয়ের মসনদে মুলায়ম-পুত্রের অভিষেক ঘিরে চাঁদের হাট বসেছিল লখনউয়ের রাজভবনে। সিপিআইএম
সাধারণ সম্পাদক প্রকাশ কারাট-সহ বাম নেতাদের পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি হাজির
ছিলেন এই অনুষ্ঠানে।
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেসের নবীন প্রজন্মের মুখ রাহুল গান্ধীকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন সমাজবাদী নেতৃত্ব।
নেহরু-গান্ধী পরিবারের কোনও প্রতিনিধি হাজির না হলেও কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী পবন কুমার বনশল এবং প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল ভোরা উপস্থিত ছিলেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে।
শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হলে যোগ দেননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথগ্রহণের পর প্রথম সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেন, নির্বাচনী ঘোষণাপত্র ঘোষণাপত্র মেনে কাজ করবে নতুন সরকার। বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে কৃষক স্বার্থ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তিনি। অখিলেশ বলেন, শপথগ্রহণের পর থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার দায় তাঁর। তবে কেন্দ্রের সঙ্গে সপার সম্পর্ক কী হবে, তা মুলায়ম সিং যাদবই ঠিক করবেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী।