আকবর মহান, কিন্তু মহারাণা প্রতাপ মহানতর: রাজনাথ সিং
স্কুল পাঠ্যক্রমে মেওয়ারের রাজা রাণা প্রতাপকে মুঘল সম্রাট আকবরের থেকে মহানতর করে উপস্থাপিত করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
ওয়েব ডেস্ক: স্কুল পাঠ্যক্রমে মেওয়ারের রাজা রাণা প্রতাপকে মুঘল সম্রাট আকবরের থেকে মহানতর করে উপস্থাপিত করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিংয়ের জানিয়েছেন আকবর নিঃসন্দেহে 'মহান'। কিন্তু রাণা প্রতাপ 'মহানতর'। তাঁর মতে ইতিহাসে মহারাণা প্রতাপের সঠিক মূল্যায়ণ হয়নি এখনও।
''আকবরকে মহান বলা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু মহারাণা প্রতাপকে 'মহানতর' মেনে নিতে সমস্যাটা ঠিক কোথায় তা আমার বোধগম্য হয় না।'' রবিবার প্রতাপগড়ে রাণা প্রতাপের একটি মূর্তি উন্মোচন করে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
রাণা প্রতাপের ৪৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আগেই সে রাজ্যের স্কুল কারিকুলামে মহারাণা প্রতাপকে নিয়ে গোটা একটা চ্যাপটার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। রাজনাথ সিং জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে তিনি সিবিএসসি-র সিলেবাসেও রাণা প্রতাপের মত চরিত্রদের নিয়ে নয়া চ্যাপ্টার অন্তর্ভুক্তির অনুরোধ জানাবেন।
গত মাসে, রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি মন্তব্য করেন আকবর নন, আসল মহান নেতা মহারাণা প্রতাপ। এই নিয়ে প্রবল বিতর্কও হয়।