Ajit Pawar, NCP: আরও কোণঠাসা শরদ পাওয়ার, এনসিপি সভাপতি ‘নির্বাচিত’ ভাইপো অজিত!

মহারাষ্ট্রের রাজনীতিতে সমীকরণ বদলে যাচ্ছে। শিবসেনার পর এবার ভাঙনের মুখে শরদ পাওয়ার এনসিপিও!

Updated By: Aug 10, 2023, 07:14 PM IST
Ajit Pawar, NCP: আরও কোণঠাসা শরদ পাওয়ার, এনসিপি সভাপতি ‘নির্বাচিত’ ভাইপো অজিত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবধান মাত্র দিন তিনেকের। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর, এবার এনসিপি সভাপতি 'নির্বাচিত' অজিত পাওয়ার! কীভাবে? শরদ পাওয়ারকে সরিয়ে দলের সর্বভারতীয় সভাপতি পদে তাঁরই ভাইপোকে নির্বাচনের করলেন এনসিপি বিধায়কদেরই একাংশ। 

আরও পড়ুন: Chandrayaan-3: অত্যাধুনিক যান পাঠিয়ে চাঁদ-চর্চা! রেকর্ড গড়তে চলেছে ভারত...

বছর ঘুরলেই লোকসভা ভোট। ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমন্ত্রণে পাটনায় বৈঠক করেছে ১৭ দল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারও।

এদিকে মহারাষ্ট্রের রাজনীতিতে সমীকরণ বদলে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে, শিবসেনার পর এবার ভাঙনের মুখে শরদ পাওয়ার এনসিপিও! নিজের দলেই সমর্থন হারাচ্ছেন শরদ।

এদিন বান্দ্রায়  এমইটি কলেজ অডিটোরিয়ামে সম্মেলন করেন অজিত পাওয়ার। তাঁর দাবি, সেই সম্মেলনে হাজির ছিলেন এনসিপি-র ৪০ জন বিধায়ক। শুধু তাই নয়, অজিতকেই দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত করার কথাও ঘোষণা করে দেওয়া হল।

এদিকে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে যশবন্ত রাও চহ্বাণ সেন্টারে অনুগামীদের নিয়ে সম্মেলন করলেন শরদ পাওয়ার। 'নতুন লড়াই'-র ডাক দিয়ে বললেন, ‘আমাদের হাত থেকে এনসিপির প্রতীক কেউ ছিনিয়ে নিতে পারবে না'। অথচ মঞ্চে দেখা গেল মাত্র ১৩ জন বিধায়ককে। 

এর আগে, রবিবার মহারাষ্ট্রের শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রিপদে শপথ নিয়েছিলেন অজিত-সহ ন’জন এনসিপি বিধায়ক। উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার।

আরও পড়ুন: Father's sexual abuse: বাবার লালসায় ক্ষতবিক্ষত কিশোরীকে ফের নারকীয় ধর্ষণ ২ উদ্ধারকর্তার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.