বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার উড়ান এ আই চারশো পাঁচ। খাজুরাহে থেকে বারাণসী হয়ে দিল্লি আসছিল উড়ানটি।  এয়ারবাসে তিনশো কুড়িতে ছিলেন ১৫৩ জন যাত্রী। দিল্লি বিমানবন্দরে অবতরণের আগে বিমানে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। এর জেরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।

Updated By: Sep 7, 2015, 10:22 PM IST
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

ওয়েব ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার উড়ান এ আই চারশো পাঁচ। খাজুরাহে থেকে বারাণসী হয়ে দিল্লি আসছিল উড়ানটি।  এয়ারবাসে তিনশো কুড়িতে ছিলেন ১৫৩ জন যাত্রী। দিল্লি বিমানবন্দরে অবতরণের আগে বিমানে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। এর জেরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।

ইন্দিরা গান্ধী বিমান বন্দরে নামার পর বিমানের নীচ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরেই জরুরি ভিত্তিতে বিমান খালি করার নির্দেশ দেন পাইলট। বিমানের সব যাত্রীকেই নামানো হয়েছে। তবে সামান্য আহত হয়েছেন চার-পাঁচজন যাত্রী। এই খবর জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া সূত্রে।

.