লাদাখে কেবল মানবপ্রাচীর গড়েই চিনা আগ্রাসন রুখে দিল ভারতীয় সেনা, চলল তুমুল ইটবৃষ্টি
ওয়েব ডেস্ক: লাদাখে অনুপ্রবেশের চেষ্টা করল চিনা সেনা। এবারও চিনা আগ্রাসন রুখে দিল ভারতীয়ে সেনা।বাধা পেয়ে ভারতীয় ফৌজের দিকে ইটবৃষ্টি করে চিনা জওয়ানরা। পাল্টা পাথরবৃষ্টি করে ভারতীয় নিরাপত্তাবাহিনীও। দুপক্ষের কয়েকজন আহত।
মঙ্গলবার পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা লাদাখের বিখ্যাত প্যাঙ্গং হৃদ লাগোয়া দুটি অঞ্চল— ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে। ফিঙ্গার ফোর এরিয়া পর্যন্ত এগিয়ে এসেছিল চিনা সেনা। এই জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। কারণ, উভয় দেশই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে। এই দুজায়গাতেই চিনা সেনা এগোতেই, ভারতীয় জওয়ানরা তাদের সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে চিনা বাহিনী ভারতীয় ফৌজকে লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু করে। পাল্টা পাথর ছোড়ে ভারতও। এতে দুপক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, প্রায় ৩০ মিনিট ধরে এই সংঘাত চলে। তবে, পরিস্থিতি বেশি জটিল হওয়ার আগে দুপক্ষই নিয়মমাফিক ব্যানার ড্রিল করে নিজ নিজ জায়গায় ফিরে যায়। নয়াদিল্লিতে সেনার এক মুখপাত্র এই ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হননি।