৭১তম স্বাধীনতায় রেলের তরফ থেকে 'গিফট', চালু হচ্ছে নতুন ট্রেন
ওয়েব ডেস্ক: দেশের ৭১তম স্বাধীনতায় ভারতীয় রেলের পক্ষ থেকে 'স্পেশ্যাল গিফট', চালু হচ্ছে আরও নতুন ট্রেন। উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং জম্মু ও কাশ্মীরের হাজার হাজার রেল যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল চালু করতে চলেছে আরও আরও নতুন ট্রেন। রেল মন্ত্রকের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে সরকার।
এক নজরে নতুন ট্রেনের তালিকা-
এক. ভোপাল-শিলিগুড়ি এক্সপ্রেস (সাপ্তাহিক ট্রেন পরিষেবা)
দুই. সিঙ্গারৌলি-হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস (১৯ কোচ বিশিষ্ট ট্রেন যা সাপ্তাহিক পরিষেবা দেবে)
তিন. জম্মু তাওয়াই-রাউরকেল্লা এক্সপ্রেস (প্রতিদিন থাকবে এই ট্রেন, যা এখন থেকে ওড়িশার সম্বলপুর ছুঁয়ে যাবে)
চার. বান্দ্রা-গোড়খপুর অন্তদয় এক্সপ্রেস
পাঁচ. আনন্দ বিহার থেকে গাজিপুর রেল পরিষেবা (সপ্তাহে ২ দিন)
উল্লেখ্য, এই প্রত্যকটি ট্রেনের শুভ সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। এই নতুন ট্রেন ছাড়াও গাজিপুর সিটি থেকে আনন্দ বিহার এবং বান্দ্রা থেকে গাজিপুর সিটি, এই দুই রুটে আরও ট্রেন বাড়ানো হবে বলেও সূত্রের খবর।