এবার মদেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মহারাষ্ট্র

মহারাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে মদ। এর আগেই মহারাষ্ট্রের বিজেপি সরকার গোটা রাজ্যে গোমাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।   মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এদিন জানান, সরকার রাজ্যে মদ বন্ধের ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে। উল্লেখ্য মহারাষ্ট্রের তিন জেলা, গড়চিরৌলি, চন্দ্রপুর, ওয়ার্ধায়  ইতিমধ্যেই  মদ নিষিদ্ধ। 

Updated By: Jul 25, 2015, 08:05 PM IST
  এবার মদেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মহারাষ্ট্র

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে মদ। এর আগেই মহারাষ্ট্রের বিজেপি সরকার গোটা রাজ্যে গোমাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।   মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এদিন জানান, সরকার রাজ্যে মদ বন্ধের ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে। উল্লেখ্য মহারাষ্ট্রের তিন জেলা, গড়চিরৌলি, চন্দ্রপুর, ওয়ার্ধায়  ইতিমধ্যেই  মদ নিষিদ্ধ। 

মুখ্যমন্ত্রী ফডনবিস আরও বলেন, 'ভেজাল ওষুধ, মদ ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে কঠোর শাস্তি দেবে প্রশাসন।'  রাজনৈতিক মহল মনে করছে, সরকারের তৎপরতার পেছনে রয়েছে একটি দুর্ঘটনা। বিষ মদ খেয়ে মালাড জেলার মালভানিতে ১০৪ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। 

.