গুজরাটে আডবাণীর রথ

দমন এবং দিউ পেরিয়ে আজই গুজরাটে প্রবেশ করল আডবাণীর রথ। দুদিন গুজরাটেই থাকবে আডবাণীর রথ। সুরাট, ভাদোদরা এবং আহমেদাবাদে ঘুরবে জনচেতনা যাত্রার এই রথ।

Updated By: Nov 6, 2011, 11:39 AM IST

সংসদে ঘুষকাণ্ড এবং কালো টাকা ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেও পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধি নিয়ে একটি শব্দও খরচ করলেন না লালকৃষ্ণ আডবাণী। জনচেতনা যাত্রার রথ নিয়ে আজই গুজরাটে পৌঁছেছেন িনি। আমেদাবাদের জনসভায় আডবাণী অভিযোগ করেন, সংসদে ঘুষকাণ্ডে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁদের তিন সাংসদকে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ইস্যুতেও ইউপিএ সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন তিনি। একই সুর শোনা গিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। দমন এবং দিউ পেরিয়ে আজই গুজরাটে প্রবেশ করল আডবাণীর রথ। দুদিন গুজরাটেই থাকবে আডবাণীর রথ। সুরাট, ভাদোদরা এবং আহমেদাবাদে ঘুরবে জনচেতনা যাত্রার এই রথ। গুজরাটে রথযাত্রার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। কারণ গুজরাটের মাটি থেকে রথাযাত্রা শুরুর পরিকল্পনা করেছিলেন বিজেপির লৌহপুরুষ। কার্যত মোদীর সঙ্গে টানাপোড়েনের জেরে সেই পরিকল্পনা বাতিল করে বিহারের সিতাব দিয়ারা থেকে যাত্রা শুরু করেন লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রী পদের দৌড়ে আডবাণী বনাম মোদীর চাপা লড়াইও প্রকাশ্যে এসেছে বারবার। ফলে গুজরাটে আডবাণীর রথযাত্রার বিশেষ তাত্পর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আডবাণীর রথযাত্রাকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নেমে পড়েছেন ময়দানে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে আডবাণীকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদীর। 

.