পেট্রোলের দামবৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই
পেট্রোলের দামবৃদ্ধির প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল ভারতের যুব ফেডারেশন। শীর্ষ আদালতে ডিওয়াইএফআই-এর দায়ের করা জনস্বার্থ মামলায় বলা হয়েছে গত একবছরে এগারোবার তেলের দাম বাড়ায় মানুষের নাভিশ্বাস উঠছে।
পেট্রোলের দামবৃদ্ধির প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল ভারতের যুব ফেডারেশন। শীর্ষ আদালতে ডিওয়াইএফআই-এর দায়ের করা জনস্বার্থ মামলায় বলা হয়েছে গত একবছরে এগারোবার তেলের দাম বাড়ায় মানুষের নাভিশ্বাস উঠছে। এও বলা হয়েছে, কোনও আলোচনা না করেই একতরফাভাবে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গতকালই কেরালা হাইকোর্ট পেট্রোল দাম সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ দিয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে সাধারণের ওপর অস্বাভাবিক বোঝা চাপানো হচ্ছে। কেন্দ্রকে এই বোঝা কমনোর কথাও বলা হয়েছে। কেরালা হাইকোর্টের এই রায়ের পর নতুন আরেকটি বিতর্ক সামনে এসে যাচ্ছে। জনস্বার্থ মামলাতে বিরোধিতা করা হয় কেন্দ্রের পক্ষে। বলা হয়, তেলের দাম বাড়ানোর ইস্যুতে আদালতের কোনও ভূমিকা থাকতে পারে না। কিন্তু, কেরালা হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে যেহেতু বারবার তেলের দাম বৃদ্ধি প্রত্যক্ষভাবে সাধারণের স্বার্থের সঙ্গে জড়িত তাই এই ইস্যুতে জনস্বার্থ মামলা গ্রহণ করেছে কোর্ট।