দিল্লি গণধর্ষণ নিয়ে রাজধানীর প্রশাসনকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন নিরাপত্তা রয়েছে ভগবানের হাতে

দিল্লির নিরাপত্তার ভার ছাড়া রয়েছে ভগবানের ওপর। রাজধানীতে ধর্ষণের ঘটনার জেরে দিল্লি পুলিসকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লি গণধর্ষণ কাণ্ডে পুলিসকে দুষে তাঁর মন্তব্য কোনও দায়বদ্ধতা নেই পুলিসের। ফলে রাজধানীতে অপরাধ কমার আশা কম। সপ্তাহখানেকের মধ্যে দু-দুটি ধর্ষণের ঘটনায় বেশ চাপে কেজরিওয়াল সরকার। কেন এত ধর্ষণের ঘটনা দিল্লিতে? কি হল মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি? প্রশ্নের মুখে কেজরিওয়াল। তবে মুখ্যমন্ত্রী যাবতীয় দায় ঠেললেন প্রশাসনের উপরে।

Updated By: Jan 16, 2014, 11:06 PM IST

দিল্লির নিরাপত্তার ভার ছাড়া রয়েছে ভগবানের ওপর। রাজধানীতে ধর্ষণের ঘটনার জেরে দিল্লি পুলিসকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লি গণধর্ষণ কাণ্ডে পুলিসকে দুষে তাঁর মন্তব্য কোনও দায়বদ্ধতা নেই পুলিসের। ফলে রাজধানীতে অপরাধ কমার আশা কম। সপ্তাহখানেকের মধ্যে দু-দুটি ধর্ষণের ঘটনায় বেশ চাপে কেজরিওয়াল সরকার। কেন এত ধর্ষণের ঘটনা দিল্লিতে? কি হল মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি? প্রশ্নের মুখে কেজরিওয়াল। তবে মুখ্যমন্ত্রী যাবতীয় দায় ঠেললেন প্রশাসনের উপরে।

দিল্লি পুলিসের নিষ্ক্রিয়তা বোঝাতে তাঁর দুই মন্ত্রির অভিজ্ঞতা তুলে ধরেছেন কেজরিওয়াল। আইনমন্ত্রী সৌরভ ভরদ্বাজ মধুচক্র ও ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। কানেই তোলেনি পুলিস। পণ আদায়ে এক গৃহবধূর গায়ে আগুন দিয়েছিল তাঁর শ্বশুড় বাড়ির লোকজন। ব্যবস্থা নিতে বলেছিলেন মন্ত্রী রাখী বিড়লা। কিন্তু সেখানেও পুলিস নীরব দর্শকের ভূমিকায় ।

এই দুই ঘটনার জেরে পুলিস অফিসারদের সাসপেন্ডের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজধানীর আইনশৃঙ্খলার হাল নিয়ে এখনও পর্যন্ত নতুন কোনও দিশা দেখাতে পারেননি কেজরিওয়াল। উপরন্তু পরম্পরা মেনেই প্রশাসনের কাঁধে দায় চাপাল আম আদমির সরকার।

.