জেতার আশা নেই, তাই রাহুল বাজি খেলছে না কংগ্রেস, কটাক্ষ বিজেপির

ক্ষমতায় ফেরার কোনও আশা নেই। তাই, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছে না কংগ্রেস। আগামিকাল এআইসিসি-র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কটাক্ষ বিজেপির।

Updated By: Jan 16, 2014, 10:41 PM IST

ক্ষমতায় ফেরার কোনও আশা নেই। তাই, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছে না কংগ্রেস। আগামিকাল এআইসিসি-র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কটাক্ষ বিজেপির।

বৃহস্পতিবার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না। তিনি দলের প্রচার কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। শুক্রবার, এআইসিসির বৈঠকে এই সিদ্ধান্তের ওপর আনুষ্ঠানিক সিলমোহর পড়ার কথা। কংগ্রেস নেতারা যখন এই ধরনের যুক্তি দিচ্ছেন, তখন পাল্টা কটাক্ষের সুযোগ ছাড়ছে না বিজেপি। লোকসভা ভোটের আগে দলের রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন বিজেপি শীর্ষ নেতারা।

১৮ এবং ১৯শে জানুয়ারি রামলীলা ময়দানে বিজেপির জাতীয় পরিষদের বৈঠক। তার আগে শুক্রবার আলোচনায় বসছে দলের জাতীয় কর্মসমিতি। একইদিনে, রয়েছে এআইসিসির অধিবেশনও। লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে এখন ব্যস্ত যুযুধান দুই রাজনৈতিক দলই।

.