Gujarat Assembly Election: Punjab-র পর Gujarat, নতুন লক্ষ্যে ঝাঁপাচ্ছে AAP

AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবত মান (Bhagwat Mann) কিছুদিনের মধ্যেই গুজরাট সফর করবেন বলেও জানা গেছে।

Updated By: Mar 11, 2022, 12:04 PM IST
Gujarat Assembly Election: Punjab-র পর Gujarat, নতুন লক্ষ্যে ঝাঁপাচ্ছে AAP

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের (Punjab) পরে এবার গুজরাট (Gujarat)। পরিকল্পনা শুরু হয়ে গেছে আম আদমি পার্টির (AAP) অন্দরে। আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly) প্রতিদ্বন্দিতা করার লক্ষ স্থির করা হয়েছে দলের অন্দরে। 

বৃহস্পতিবার একটি টুইটার পোস্টে AAP লিখেছে, "দিল্লি ও পঞ্জাবের পর এখন গুজরাট চায় 'AAP'।"

 

AAP এই বছরের এপ্রিলে গুজরাতে 'তিরাঙ্গা যাত্রা' শুরু করবে। গুজরাটের সমস্ত জেলার সমস্ত তহসিল এবং গ্রাম পঞ্চায়েতে এই যাত্রা বের করা হবে বলে জানা গেছে দলের সূত্রে।

আরও পড়ুন: Uttar Pradesh Assembly Election Result 2022: উত্তর প্রদেশে ফের যোগী-রাজ, নেই কেশব প্রসাদ মৌর্য সহ আরও ১০ জন; জেনে নিন কেন

AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবত মান (Bhagwat Mann) কিছুদিনের মধ্যেই গুজরাট সফর করবেন বলেও জানা গেছে।

পঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেছে যে, কংগ্রেসের হাত থেকে পঞ্জাবের শাসনভার চলে গেছে AAP-এর দখলে। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল পঞ্জাবের মোট ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস ১৮টি আসন নিয়ে দূরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে। SAD জোট জিতেছে চারটিতে। মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি ও তার সহযোগীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.