Uttar Pradesh Assembly Election Result 2022: উত্তর প্রদেশে ফের যোগী-রাজ, নেই কেশব প্রসাদ মৌর্য সহ আরও ১০ জন; জেনে নিন কেন

যদিও এই আনন্দের মাঝেই বেশ কিছু খারাপ খবর রয়েছে বিজেপির জন্য। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সহ যোগী আদিত্যনাথ সরকারের ১১ জন মন্ত্রী ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন।

Updated By: Mar 11, 2022, 08:39 AM IST
Uttar Pradesh Assembly Election Result 2022: উত্তর প্রদেশে ফের যোগী-রাজ, নেই কেশব প্রসাদ মৌর্য সহ আরও ১০ জন; জেনে নিন কেন

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের হোলির প্রতিশ্রুতি রক্ষা করেছে। গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার কোনও দল উত্তর প্রদেশের সরকারে পর পর দু'বার নির্বাচিত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ক্যারিশমা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Chief Minister Yogi Adityanath) কল্যাণমূলক কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং মাফিয়া ও অপরাধীদের বিরুদ্ধে অবিরাম অভিযানের উপর নির্ভর করে ৪০৩ আসনের মধ্যে তারা ২৫৫টি আসন জিতেছে। ২০২-এর ম্যাজিক সংখ্যার তুলনায় ৫৩টি আসন বেশি জিতেছে তারা।

যদিও এই আনন্দের মাঝেই বেশ কিছু খারাপ খবর রয়েছে বিজেপির জন্য। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সহ যোগী আদিত্যনাথ সরকারের ১১ জন মন্ত্রী ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন।

কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) সিরাথু (Sirathu) আসনে ৭,৩৩৭ ভোটে হেরেছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) পল্লবী প্যাটেলের (Pallavi Patel) কাছে। প্যাটেল সমাজবাদী পার্টির সহযোগী আপনা দলের (কে) (Apna Dal (K)) সহ-সভাপতি।

আখমন্ত্রী (Sugarcane minister) সুরেশ রানা (Suresh Rana) শামলি (Shamli) জেলার থানা ভবন (Thana Bhawan) আসনে আরএলডির (RLD) আশরাফ আলী খানের (Ashraf Ali Khan) কাছে ১০,০০০ ভোটে হেরেছেন।

বরেলি (Bareilly) জেলার বাহেরি (Baheri) আসনে সমাজবাদী পার্টির আতাউর রহমানের (Ataur Rehman) কাছে ৩,৩৫৫ ভোটে পরাজিত হয়েছেন ছত্রপাল সিং গাঙ্গওয়ার (Chhatrapal Singh Gangwar)।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রী (Rural development minister) রাজেন্দ্র প্রতাপ সিং (Rajendra Pratap Singh) ওরফে মতি সিং (Moti Singh) প্রতাপগড়ের (Pratapgarh) পট্টি (Patti) আসনে সমাজবাদী পার্টির রাম সিংয়ের (Ram Singh) কাছে ২২,০৫১ ভোটে হেরেছেন।

আদিত্যনাথ সরকারের আরেক মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ উপাধ্যায় (Chandrika Prasad Upadhyay) চিত্রকূটে (Chitrakoot) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির অনিল কুমারের (Anil Kumar) কাছে ২০,৮৭৬ ভোটে হেরেছেন।

আনন্দ স্বরূপ শুক্লা (Anand Swaroop Shukla) বালিয়া (Ballia) জেলার বারিয়া (Bariya) আসনে সমাজবাদী পার্টির জয়প্রকাশ আঁচলের (Jaiprakash Anchal) কাছে ১২.,৯৫১ ভোটে হেরেছেন। শুক্লা গতবার বালিয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু এই বার বরিয়া আসন থেকে বিধায়ক সুরেন্দ্র সিং-এর পরিবর্তে লড়েন।

আরও পড়ুন: Goa Assembly Election Result 2022: 'আগামী ৫ বছর মাটি আঁকড়ে গোয়ায় পড়ে থাকব', দাবি Abhishek Bandyopadhyay-র

রাজ্যের ক্রীড়ামন্ত্রী (sports minister) উপেন্দ্র তিওয়ারি (Upendra Tiwari) বালিয়ার (Ballia) ফেফনা (Phephna) আসনে সমাজবাদী পার্টির সংগ্রাম সিং-এর (Sangram Singh) কাছে ১৯,৩৫৪ ভোটে হেরেছেন।

ফতেহপুর (Fatehpur) জেলার হুসেন গঞ্জ (Hussain Ganj) আসনে সমাজবাদী পার্টির উষা মৌর্যের (Usha Maurya) কাছে ২৫,১৮১ ভোটে পরাজিত হয়েছেন রণবেন্দ্র সিং ধুন্নি (Ranvendra Singh Dhunni)।

আউরাইয়া (Auraiya) জেলার দিবিয়াপুর (Dibiyapur) আসনে সমাজবাদী পার্টির প্রদীপ কুমার যাদবের (Pradeep Kumar Yadav) কাছে লখন সিং রাজপুত (Lakhan Singh Rajput) ৪৭৩ ভোটে পরাজিত হয়েছেন।

রাজ্যের প্রাথমিক শিক্ষামন্ত্রী (basic education minister) সতীশ চন্দ্র দ্বিবেদী (Satish Chandra Dwivedi) সিদ্ধার্থনগর (Siddharthnagar) জেলার ইটওয়া (Itwa) আসনে সপা প্রার্থী এবং বিধানসভার প্রাক্তন স্পিকার মাতা প্রসাদ পান্ডের (Mata Prasad Pande) কাছে ১,৬৬২ ভোটে পরাজিত হয়েছেন।

গাজীপুর (Gazipur) আসনে সপার জয় কিষানের (Jai Kishan) কাছে ১,৬৯২ ভোটে পরাজিত হন সঙ্গীতা বলওয়ান্ত (Sangeeta Balwant)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.