বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়!
Updated By: Jul 28, 2017, 05:45 PM IST
ওয়েব ডেস্ক : আধার কার্ডকে দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক করে তোলার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই সিদ্ধান্ত অনুসারে কাজও চলছে জোর কদমে। মিড-ডে মিল থেকে সাধারণ কাজ, প্রতিটি ক্ষেত্রেই আধারকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে, বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে এবার জানিয়ে দিল সংসদ বিষায়ক স্থায়ী কমিটি। কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদামম্বরম।
আরও পড়ুন- ১০ হাজার টাকায় জেলে জায়গা মিলবে তেলেঙ্গানায়!
সরকারি তরফে, বলা হয়েছে আধার কার্ডে থাকা সমস্ত তথ্যই নিরাপদ। কারণ তার তথ্য রয়েছে UIDAI-এর হাতে। সম্প্রতি, আধার কার্ডে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সেই তথ্যকে কাজে লাগিয়ে নানা ভাবে ব্যাকের থেকে টাকা চুরি হয়েছে বহু ক্ষেত্রে। এরপরই আধারের বিশ্বাসযোগত্যা নিয়ে প্রশ্ন ওঠে।