চাপ বাড়াচ্ছে আধার, ১০টি ক্ষেত্রে বাধ্যতামূলক এই সরকারি নথি

Updated By: Aug 10, 2017, 09:51 PM IST
চাপ বাড়াচ্ছে আধার, ১০টি ক্ষেত্রে বাধ্যতামূলক এই সরকারি নথি

ওয়েব ডেস্ক: আধারকার্ড নিয়ে মানুষের মাথাব্যাথার অন্ত নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্যান কার্ড তৈরি-আধার চাই। মৃত্যুর রেজিস্ট্রেশনেরে ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে।

একাধিক সরকারি কাজের জন্য আধার বাধ্যতামূলক হওয়ার পাশাপাশি এবার শেয়ার কিনতেও চাই আধার কার্ড। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে তা একবার চোখ বুলিয়ে নিন।

  1. আধার ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। বর্তমান গ্রাহকদের ইতিমধ্যেই অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করতে হয়েছে। ৫০ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে আধার চাই।
  2. আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক।
  3. প্যান কার্ড তৈরি করতে চাই আধার। যাদের প্যান কার্ড রয়েছে তাদের আধার লিঙ্ক করতে হবে।
  4. ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার বাধ্যতামূলক করা হয়েছে।
  5. নতুন ফোন কিনতে গেলেও লাগবে আধার। আর আপনার ফোন নম্বরের সঙ্গে আধার যোগ করা তো বাধ্যতামূলক হয়েছেই।
  6. পড়ুয়াদের কেন্দ্রের কোনও স্কলারশিপ পেতে গেলে চাই আধার।
  7. আধার ছাড়া পাসপোর্ট মিলবে না।
  8. রেলের টিকিটে ছাড় পেতে গেলে চাই আধার।
  9. আধার না থাকলে সরকারি স্কুলে মিড ডে মিল মিলবে না।
  10. যেকোনও সরকারি ভতুর্কি পেতে গেলে চাই আধার।
.