Madhya Pradesh: পেরিয়েছে মেনোপজের বয়স, গর্ভধারণের ইচ্ছায় স্বামীর জেল-মুক্তির দাবিতে আদালতে স্ত্রী

সরকারের আইনজীবী বলেছেন তার আবেদনের শুনানির সময়, হাইকোর্ট জবলপুরের সরকার পরিচালিত নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিকেল কলেজের ডিনকে নির্দেশ দেন যে মহিলা আবেদনকারী গর্ভধারণ করার জন্য চিকিৎসাগতভাবে উপযুক্ত কি না তা পরীক্ষা করার জন্য পাঁচজন ডাক্তারের একটি দল গঠন করতে।

Updated By: Nov 2, 2023, 04:58 PM IST
Madhya Pradesh: পেরিয়েছে মেনোপজের বয়স, গর্ভধারণের ইচ্ছায় স্বামীর জেল-মুক্তির দাবিতে আদালতে স্ত্রী
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন মহিলা তার স্বামীর জেল থেকে মুক্তি চেয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তাঁর স্বামীকে মুক্তি দেওয়া হোক কারণ তিনি সন্তান ধারণ করতে চান এবং প্রজননকে তার ‘মৌলিক অধিকার’ বলে উল্লেখ করেছেন।

সরকারের আইনজীবী বলেছেন তার আবেদনের শুনানির সময়, হাইকোর্ট জবলপুরের সরকার পরিচালিত নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিকেল কলেজের ডিনকে নির্দেশ দেন যে মহিলা আবেদনকারী গর্ভধারণ করার জন্য চিকিৎসাগতভাবে উপযুক্ত কি না তা পরীক্ষা করার জন্য পাঁচজন ডাক্তারের একটি দল গঠন করতে।

সরকারি আইনজীবী সুবোধ কাথার জানিয়েছেন, মহিলার দায়ের করা রিট পিটিশনে হাইকোর্ট ২৭ অক্টোবর এই আদেশ দেয়।

তিনি বলেন, ‘আবেদনকারীর স্বামী কিছু ফৌজদারি মামলায় জেলে রয়েছেন এবং তিনি গর্ভধারণ করতে চান। এর জন্য তিনি নন্দ লাল বনাম রাজ্য, স্বরাষ্ট্র দফতরের মামলায় রাজস্থান হাইকোর্টের আদেশ অনুসারে সন্তানসম্ভবা হওয়ার মৌলিক অধিকার দাবি করেছেন।

আরও পড়ুন: Nitish Kumar | I.N.D.I.A: বামেদের মঞ্চে বেসুরো নীতীশ, বিশ বাঁও জলে I.N.D.I.A জোটের ভবিষ্যৎ

আবেদনকারী এই উদ্দেশ্যে তার স্বামীর জেল থেকে মুক্তি চেয়েছেন বলে ওই আইনজীবী বলেছেন।

কাথার অবশ্য বলেছিলেন যে ওই মহিলা নিজের রেকর্ড অনুসারে মেনোপজের বয়স পেরিয়ে গিয়েছেন। ফলত প্রাকৃতিকভাবে বা কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে তাঁর কোনও গর্ভধারণের সম্ভাবনা নেই।

বিচারপতি বিবেক আগরওয়ালের একক বিচারকের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়।

নিজের আদেশে, আদালত বলেছে যে আবেদনকারী গর্ভধারণের জন্য চিকিৎসাগতভাবে উপযুক্ত কিনা তা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দলের মেডিকেল রিপোর্টের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: Ujjain Teens Sexual assault: ভয়ংকর সেই অভিজ্ঞতা এখনও ফিকে হয়নি, গ্রামে ফিরে অন্য নির্যাতনের শিকার উজ্জয়িনীর কিশোরী

তাকে ৭ নভেম্বর কলেজের ডিনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এই নির্দেশে বলা হয়েছে।

ডিন পাঁচজন ডাক্তারের একটি দল গঠন করবেন। এর মধ্যে তিনজন গাইনোকোলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট এবং আরেকজন এন্ডোক্রিনোলজিস্ট  থাকবেন। আবেদনকারী গর্ভধারণের উপযুক্ত কিনা তা তাঁরা পরীক্ষা করে দেখবেন। ডিন ১৫ দিনের মধ্যে রিপর্ট জমা দেবেন বলে জমা দেবেন বলে এখানে যোগ করা হয়েছে।

আদালত আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আইনজীবী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.