Video: নাবালককে ডেলিভারি বয়ের চাকরি! ভাইরাল ভিডিয়ো, বিতর্কে জোম্যাটো

দুর্ঘটনায় শয্যাশায়ী বাবা। সংসারের হাল ধরতে বাবার চাকরি করছে ছেলে!

Updated By: Aug 4, 2022, 11:00 PM IST
Video:  নাবালককে ডেলিভারি বয়ের চাকরি! ভাইরাল ভিডিয়ো, বিতর্কে জোম্যাটো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: সকালে স্কুলে যায়। সন্ধ্যে নামলেই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয় সে! ৭ বছরের বালককে কীভাবে জোম্য়াটোর ডেলিভারি বয়ে চাকরি পেল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।

এক হাতে চকোলেট ভর্তি ট্রেন, আর অন্য হাতে মোবাইল। পিঠে ব্যাগ। টুইটারে ৭ বছরের বালকের ভিডিয়ো শেয়ার করেছেন রাহুল মিত্তল নামে এক ব্যক্তি। কে সে? পরিচয় জানা যায়নি। তবে, ভিডিয়োটি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি দেখে ফেলেছেন ৫০ হাজার। যত সময় যাচ্ছে, সংখ্যাটি আরও বাড়ছে।

কেন? ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জোম্যাটোর ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন ৭ বছরের বালক! সে জানিয়েছে, আগে এই কাজ করত তার বাবা। কিন্তু দুর্ঘটনায় এখন তিনি শয্যাশায়ী। সংসারের হাল ধরতে বাবার চাকরি নিয়েছে ছেলে। সকালে কী কর? উত্তরে ওই বালক বলে, 'সকালে স্কুলে যাই। সন্ধে ৬ টা থেকে কাজ শুরু করি। ১১ টা পর্যন্ত করি'।

 

এর আগে, সুইগি ডেলিভারি বয়ে ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, অঝোরে বৃষ্টি পড়ছে। গায়ে একটি রেনকোটও নেই! রাস্তায় ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে রয়েছে ওই ডেলিভারি বয়। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীনেশ কোম্মা নামে এক ব্যক্তি। তবে, ভিডিয়োটি কোথায় রেকর্ড করা হয়েছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: তেরঙা বনাম নেহরু, ট্যুইটারের ডিপির যুদ্ধে বিজেপি-কংগ্রেস

সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বাড়িতে বসেউ অ্যাপের সাহায্যে পছন্দের খাবার অর্ডার করেন অনেকেই। এরপর সেই খাবার পৌঁছেও যায় নির্দিষ্ট ঠিকানায়। কীভাবে? যাঁরা এই কাজটি করেন, তাঁদের পোশাকি নাম ডেলিভারি বয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.