দেশের আরও ৭ রেল স্টেশনে এবার ওয়াই-ফাই!

দেশের বিভিন্ন শহরে এখন চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা। পিছিয়ে নেই কলকাতাও। এমনকী, এবার নাকি পাতালেও মিলবে এই পরিষেবা। তবে, তার থেকেও বড় খবর এবার আপনি চলতে চলতেও দেশের একাধিক জায়গায় পাবেন বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা।     

Updated By: Jun 5, 2016, 02:37 PM IST
দেশের আরও ৭ রেল স্টেশনে এবার ওয়াই-ফাই!

ওয়েব ডেস্ক : দেশের বিভিন্ন শহরে এখন চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা। পিছিয়ে নেই কলকাতাও। এমনকী, এবার নাকি পাতালেও মিলবে এই পরিষেবা। তবে, তার থেকেও বড় খবর এবার আপনি চলতে চলতেও দেশের একাধিক জায়গায় পাবেন বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা।     

যাত্রীদের ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য রেল দেশের ৭টি বড় রেল স্টেশনে চালু করছে ওয়াই-ফাই পরিষেবা। কলকাতার শিয়ালদহ ছাড়াও এই তালিকায় রয়েছে  এলাহাবাদ, এর্নাকুলাম, লখনউ, উজ্জ্বয়িন ও গোরখপুর। রেল মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছে, গুগলের সহযোগিতায় যাত্রীদের জন্য খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে।

বর্তমানে মুম্বই সেন্ট্রাল, ভূবনেশ্বর, কাচ্চিগুড়া, বিজয়ওয়াড়া, রায়পুর, ভোপাল, পাটনা, রাঁচি, বিশাখাপত্তনম, জয়পুর ও গুয়াহাটি স্টেশনে রয়েছে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা।

.