ছত্তিশগড়ে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর

গত রবিবার মহারাষ্ট্রের গাড়চিরলিরতে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৩৯ জন নকশালপন্থীর।

Updated By: Apr 27, 2018, 03:57 PM IST
ছত্তিশগড়ে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর

নিজস্ব প্রতিবেদন : পুলিস ও নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৭ মাওবাদীর। শুক্রবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে শুরু হয় সংঘর্ষ। তেলেঙ্গানা পুলিসের গ্রেহাউন্ড বাহিনী ও ছত্তিশগড় পুলিসের একটি দলের সঙ্গে সংঘর্ষ বাধে। বেলা বাড়তেই হাল ছেড়ে দেন লুকিয়ে থাকা মাওবাদীরা। গুলিতে মৃত্যু হয় ৫ মহিলা সদস্য সহ ৭ জনের।

পুলিস জানিয়েছে, শুক্রবার সকালে রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে বিজাপুরের জঙ্গলে চলছিল পুলিসি টলদারি। সেই সময় হঠাত্ই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিস। বেলা ২টো নাগাদ সংঘর্ষে মৃত্যু হয় ৭ মাওবাদীর।

গত রবিবার মহারাষ্ট্রের গাড়চিরলিরতে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৩৯ জন নকশালপন্থীর।

আরও পড়ুন- রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণা, ৪ লক্ষ টাকা খোয়ালেন মহিলা

.