চিনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান? কী বলছে বেজিং?

চিনে জনপ্রিয় আমির খান। তাঁকে সামনে রেখে দু'দেশের সম্পর্কের সুতো বাঁধতে চাইছে মোদী সরকার।  

Updated By: Apr 27, 2018, 03:42 PM IST
চিনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান? কী বলছে বেজিং?

নিজস্ব প্রতিবেদন: চিনে আমির খানের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে মিস্টার পারফেকশনিস্টকে বিপণনদূত হিসেবে নিয়োগ করতে চলেছে মোদী সরকার। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুইং বলেন, ''চিনে আমির খান রীতিমতো জনপ্রিয় অভিনেতা। চিনের অনেকের মতো আমিও দঙ্গল সিনেমা দেখেছি। মহাবীর ফোগট ও তাঁর মেয়েদের সাফল্যের জন্য লড়াই অনুপ্রাণিত করেছে।''

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে চিনা বিদেশমন্ত্রকের মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ। হুয়া চুইং আরও বলেন, ''যোগ ব্যয়াম ও বলিউডে মেতেছে চিনের নবীন প্রজন্ম। পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও বিশ্বাস কাছাকাছি এনেছে দুই দেশের মানুষকে।'' 

চিনে আমির খানের দঙ্গল ও সিক্রেট সুপারস্টার বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। সে দেশের ৯,০০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দঙ্গল। হলিউডের ছবি ছাড়া দঙ্গলই চিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এমনকি খোদ চিনা প্রেসিডেন্টও দঙ্গল দেখে আমিরের ভক্ত হয়ে গিয়েছেন। গতবছর কাজাখস্তানে ভারত-চিন বৈঠকের ফাঁকে মোদীকে সে কথা নিজেই জানিয়েছিলেন শি জিনপিং। 

আরও পড়ুন- কুশীনগর দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের হা-হুতাশকে 'নাটক' বললেন যোগী আদিত্যনাথ

.