দিল্লির বহুতলে আগুন! মৃত ৬, আশঙ্কাজনক অন্তত ১১

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃত্যু হেয়েছে দুই শিশু-সহ মোট ছ’জনের। 

Updated By: Aug 6, 2019, 08:50 AM IST
দিল্লির বহুতলে আগুন! মৃত ৬, আশঙ্কাজনক অন্তত ১১
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: দিল্লির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই শিশু-সহ মোট ছ’জন। ঘটনায় ধোঁয়ায় আর অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগর এলাকার পাঁচ তলা আবাসনে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাত ২টো নাগাদ আগুন লাগে ওই আবাসনে। একতলার মিটার বক্সের ঘর থেকে খুব দ্রুত ওই আগুন বহুতলে ছড়িয়ে পড়ে। যখন আগুন লাগে, তখন আবাসনের বেশির ভাগ বাসিন্দাই ঘুমোচ্ছিলেন। তাই যতক্ষণে তাঁরা এই অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান, ততক্ষণে আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে অনেকেই বহুতল থেকে নিচে ঝাঁপ দেন।

আরও পড়ুন: থমথমে কাশ্মীর, গৃহবন্দি করে রাখার পর গ্রেফতার ওমর আবদুল্লা-মেহবুবা মুফতি

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। ঘন্টা খানেকের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে আবাসনের পার্কিং-এ রাখা ৭টি গাড়ি আর ৮টি মোটোরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, আবাসনের মিটার ঘরে শর্ট সার্কিট থেকেই বহুতলে আগুন লাগে।

.