Covid 19: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ৩২৭৫, মৃত্যু ৫৫ জনের
গত ২৪ ঘন্টায় দেশে মোট ৪,২৩,৪৩০টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় ৩,২৭৫টি নতুন কোভিড -১৯ সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ৪,৩০,৯১,৩৯৩ হয়েছে। সক্রিয় কেসলোড বেড়ে ১৯,৭১৯ হয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে ৩,০১০ জন আরোগ্যলাভ করেছে। এই রোগ থেকে মুখত পাওয়া লোকের সংখ্যা বেড়ে ৪,২৫,৪৭,৬৯৯ হয়েছে। মৃত্যুর হার হয়েছে ১.২২ শতাংশ।
২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ২১০টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৭৪ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার ০.৭৭ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭৮ শতাংশ।
আরও পড়ুন: Cyclone Asani: আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়; দুরন্ত বেগে বইবে হাওয়া! জারি সতর্কতা!
দেশব্যাপী কোভিড -১৯ টিকাকরণ ড্রাইভের অধীনে মোট ১৮৯.৬৩ কোটি টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৪,২৩,৪৩০টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।