ফের মর্মান্তিক ঘটনা, সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু ২৪ জনের
ওই হাসপাতালের আধিকারিক বলেন, ‘‘রবিবার রাত ১২টা থেকে ২টোর মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।’’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না।
Updated By: May 3, 2021, 02:42 PM IST
নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে ২৪ জন রোগীর মৃত্যু হল কর্নাটকে। জানা গিয়েছে, সে রাজ্যের সরকারি হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সোমবার ওই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, ওই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকশো কোভিড রোগী। তাঁদের মধ্যে যে ২৪ জন মুমূর্ষ রোগী ছিলেন, তাঁরা অক্সিজেনের অভাবে মারা যান গত ২৪ ঘণ্টায়। কেন পর্যাপ্ত অক্সিজেন ছিল না? তাই নিয়ে জেলা প্রশাসককে জিজ্ঞাসাবাদ করেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
ওই হাসপাতালের আধিকারিক বলেন, ‘‘রবিবার রাত ১২টা থেকে ২টোর মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।’’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না।