কয়লার ব্লক বন্টন বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের

কয়লার ব্লক বন্টন বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ কয়লার ব্লক বণ্টনে অস্বচ্ছতা রয়েছে। তাই বণ্টন হওয়া ২১৮টি কোল ব্লকের মধ্য ২১৪টিই বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে বেসরকারি সংস্থাগুলিকে ব্লক বণ্টন করা হয়, নজিরবিহীনভাবে সে সমস্ত সংস্থাকে ব্যবসা গুটিয়ে ফেলতে ছমাস সময় দিয়েছে আদালত।

Updated By: Sep 24, 2014, 03:08 PM IST
কয়লার ব্লক বন্টন বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: কয়লার ব্লক বন্টন বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ কয়লার ব্লক বণ্টনে অস্বচ্ছতা রয়েছে। তাই বণ্টন হওয়া ২১৮টি কোল ব্লকের মধ্য ২১৪টিই বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে বেসরকারি সংস্থাগুলিকে ব্লক বণ্টন করা হয়, নজিরবিহীনভাবে সে সমস্ত সংস্থাকে ব্যবসা গুটিয়ে ফেলতে ছমাস সময় দিয়েছে আদালত।

কয়লার প্রতি টনে ২৯৫ টাকা করে জরিমানা দিতে হবে বেসরকারি সংস্থাগুলিকে।  সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই রায় সিবিআই তদন্তে কোনও প্রভাব ফেলবে না। সিবিআই তদন্ত চলবে। তবে সেইল ও এনটিপিসি সহ যে চারটি সরকারি সংস্থাকে ব্লক বণ্টন করা হয়, বহাল থাকছে সেগুলি। অস্বচ্ছ বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

.