জোট জট- প্রায় ছাড়িয়ে ফেলল বিজেপি, আরও জড়িয়ে ফেলল কংগ্রেস

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জট অব্যাহত।  বিজেপি, শিবসেনা দুতরফই জোট ধরে রাখতে আগ্রহী। তবে আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত রফাসূত্র মেলেনি। সুর খানিকটা নরম করে বিজেপিকে ১৩০টি আসন ছাড়তে রাজি হয়েছে শিবসেনা। সেনা লড়তে চায় ১৫১টি আসনে।  জোট জট কাটেনি কংগ্রেস ও এনসিপির মধ্যেও।  আজ সকালে দু দল বৈঠকে বসলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

Updated By: Sep 23, 2014, 10:54 PM IST
জোট জট- প্রায় ছাড়িয়ে ফেলল বিজেপি, আরও জড়িয়ে ফেলল কংগ্রেস

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জট অব্যাহত।  বিজেপি, শিবসেনা দুতরফই জোট ধরে রাখতে আগ্রহী। তবে আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত রফাসূত্র মেলেনি। সুর খানিকটা নরম করে বিজেপিকে ১৩০টি আসন ছাড়তে রাজি হয়েছে শিবসেনা। সেনা লড়তে চায় ১৫১টি আসনে।  জোট জট কাটেনি কংগ্রেস ও এনসিপির মধ্যেও।  আজ সকালে দু দল বৈঠকে বসলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

পনেরো বছরের জোটে ভাঙন ঠেকাতে ফের বৈঠক করবেন কংগ্রেস ও এনসিপি নেতারা। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ভোট আগামী ১৯ অক্টোবর। ১৩৬-টির কম আসনে লড়তে নারাজ এনসিপি। তবে কংগ্রেস তাঁদের ১৮৫টির বেশি আসন ছাড়তে নারাজ। দু-দলের অনড় অবস্থানের মধ্যে জোটের ভবিষ্যত আপাতত অন্ধকারে।

.