কেন্দ্রীয় সরকারের কর্মীদের ২ বছরের বকেয়া বোনাস দেওয়ার কথা ঘোষণা কেন্দ্রের
'লক্ষ্মীর আরাধনার আগেই লক্ষ্মীলাভ'। আজ দিল্লিতে সাংবাদিক সন্মেলন ডেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ২ বছরের বোনাস দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
ওয়েব ডেস্ক: 'লক্ষ্মীর আরাধনার আগেই লক্ষ্মীলাভ'। আজ দিল্লিতে সাংবাদিক সন্মেলন ডেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ২ বছরের বোনাস দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূনতম বেতনও বাড়ানোর কথা জানিয়েছে তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের একদিনের বেতন ২৪৬ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা করার কথা জানান অর্থমন্ত্রী। "২০১৪-১৫ এবং ২০১৫-১৬, এই দুই বর্ষের বোনাস দুবছর ধরে বকেয়া। সপ্তম পে কমিশন অনুযায়ী এই বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার", দিল্লিতে সাংবাদিক সন্মেলনে এসে একথাই জানান অরুণ জেটলি।
Central Government employees to get 2 years bonus which was pending, says FM Arun Jaitley pic.twitter.com/roDYr9vJXH
— ANI (@ANI_news) August 30, 2016
বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত রয়েছে ৩৩ লাখ কর্মী। দু বছরের বোনাস এবং নূনতম বেতন বৃদ্ধির খবরে স্বাভাবতই খুশির হাওয়া সরকারি কর্মিচারী মহলে। সারা ভারত ধর্মঘটের ঠিক ৪৮ ঘণ্টা আগে সরকারের এই ঘোষণা মারাত্মক রাজনৈতিক চাল বলেই মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।