বেবি ডায়াপারে লুকিয়ে ১৬ কেজি সোনার বিস্কুট! (দেখুন ভিডিও)
কোনওরকমে একবার পেরিয়ে যেতে পারলেই হল। তাহলেই ব্যস! আর কেউ টিকিও ছুঁতে পারবে না। কিন্তু তার আগেই 'স্বপ্নভঙ্গ'। হাতে-নাতে ধরা পড়ল বিমানবন্দরে। সঙ্গে ১৬ কেজি সোনা। সেটাও আবার বেবি ডায়াপারের মধ্যে লুকিয়ে।
ওয়েব ডেস্ক : কোনওরকমে একবার পেরিয়ে যেতে পারলেই হল। তাহলেই ব্যস! আর কেউ টিকিও ছুঁতে পারবে না। কিন্তু তার আগেই 'স্বপ্নভঙ্গ'। হাতে-নাতে ধরা পড়ল বিমানবন্দরে। সঙ্গে ১৬ কেজি সোনা। সেটাও আবার বেবি ডায়াপারের মধ্যে লুকিয়ে।
ঘটনাটি ঘটেছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ধৃতরা এসেছিল দুবাই থেকে। বিমানবন্দরে চেকিংয়ের সময় ধরা পড়ে এই বিশাল পরিমাণ সোনা। সন্দেহ হওয়ায় তল্লাশি চালান আধিকারিকরা। আর তখনই দেখা যায়, ডায়াপারের ভিতর লুকিয়ে ১৬ কেজি সোনা পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা। দেখুন সেই ভিডিওটি,
#WATCH 16 Kg gold recovered from 6 passengers at Delhi's IGI airport (12/12/16) pic.twitter.com/O0ahGJEREq
— ANI (@ANI_news) December 13, 2016
আরও পড়ুন, "নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রণম চিদাম্বরমের