"নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রমণ চিদাম্বরমের

"নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি। কীভাবে বান্ডিল বান্ডিল বান্ডিল ২০০০ টাকার নোট অসাধু ব্যবসায়ীদের হাতে যাচ্ছে? কেন সাধারণ মানুষ হকের টাকা হাতে পাচ্ছেন না?" তোপ দাগলেন UPA আমলের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একইসঙ্গে গোটা বিষয়ে দাবি জানালেন, "ফৌজদারি তদন্তের।"

Updated By: Dec 13, 2016, 12:59 PM IST
"নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রমণ চিদাম্বরমের

ওয়েব ডেস্ক : "নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি। কীভাবে বান্ডিল বান্ডিল বান্ডিল ২০০০ টাকার নোট অসাধু ব্যবসায়ীদের হাতে যাচ্ছে? কেন সাধারণ মানুষ হকের টাকা হাতে পাচ্ছেন না?" তোপ দাগলেন UPA আমলের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একইসঙ্গে গোটা বিষয়ে দাবি জানালেন, "ফৌজদারি তদন্তের।"

চিদাম্বরম প্রশ্ন তুলেছেন, "যেখানে মাসে ৩০০ কোটি ছাপানোর ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া রয়েছে, সেখানে কীভাবে মানুষের কাছে এত ২০০০ টাকার নোট পৌঁছাচ্ছে? তদন্ত হওয়া দরকার।" এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তাঁর পূর্বসূরি মনমোহন সিং। আজ সেই সুরই আরও একধাপ চড়ালেন প্রাক্তন অর্থমন্ত্রী। আজ এক সাংবাদিক বৈঠকে চিদাম্বরম অভিযোগ করেন, দেশের মানুষের হাতে টাকা নেই। ব্যাঙ্কে টাকা নেই। এটিএমে টাকা নেই। ভেঙে পড়েছে দেশের অর্থ ব্যবস্থা। সেইসঙ্গে মোদীর নোট বাতিল 'উদ্দেশ্যহীন পদক্ষেপ' বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ৮ নভেম্বর মোদী বলেছিলেন কালো টাকা উদ্ধারের কথা। আর এখন বলছেন ক্যাশলেস ইকোনমির কথা। পুরোটাই "শিফটিং গোলপোস্ট।"

আরও পড়ুন, "আমি বলতে শুরু করলে সংসদে ভূমিকম্প হয়ে যাবে!"

.