এখনও সরকারি বাংলো ছাড়েননি ইউপিএ সরকারের মন্ত্রীরা, নোটিস ১৬ জনকে

Updated By: Jul 30, 2014, 09:26 PM IST
এখনও সরকারি বাংলো ছাড়েননি ইউপিএ সরকারের মন্ত্রীরা, নোটিস ১৬ জনকে

দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়েও এখনও রাজধানীতে সরকারি বাংলো পাননি রাজনাথ সিং। কারণ তাঁর জন্য বরাদ্দ সরকারি বাংলো এখনও খালি করেননি ইউপিএ সরকারের প্রাক্তন মন্ত্রী।

শুধু একজন নন। বিজেপি সরকার ক্ষমতার আসার পরও এখনও তাঁদের সরকারি বাসভবন ছেড়ে যাননি ইউপিএ সরকারের ১৬ জন প্রাক্তন মন্ত্রী। তাঁদের বিরুদ্ধে সংসদে নোটিস জারি করেছেন নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। যদি তাঁরা এখনও বাংলো আটকে রাখার যুক্তিসঙ্গত কারণ না দেখাতে পারেন, তবে বেআইনি ভাবে সরকারি বাংলো আটকে রাখার জন্য ২১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। অথবা, ১৫ দিনের মধ্যে বাংলো ছেড়ে দিতে হতে পারে।
 
এইসব মন্ত্রী, সংসদদের মধ্যে রয়েছেন জয়পাল রেড্ডি, সচিন পাইলট, ফারুক আবদুল্লাহ, কপিল সিবল ও অজিত সিং। প্রাক্তন কংগ্রেস সাংসদ লালচাঁদ খাটারিয়াকে সরকারকে দিতে হবে ৫৩ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, জয়পাল রেড্ডির জরিমানার পরিমান ২ লক্ষ ৪৩ হাজার ৬৭৮ টাকা। ইউপিএ সরকারের ৪৩ জন মন্ত্রীর মধ্যে মাত্র ৪৩ জন সময়মতো বাংলো খালি করে দিয়েছেন।

বিজেপি সরকারের ৩১৫ জন নতুন সাংসদ এখনও সরকারি বাংলো পাননি। পুরো প্রক্রিয়া সম্মানজনক ভাবে সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছেন নাইডু।

 

 

.