কেন পুরানো কাগজ হলুদ হয়ে যায়?

অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ পুরানো কাগজ-পত্র হোক কিংবা পুরানো খবরের কাগজ সবসময়েই হলুদ হয়ে যায়। উজ্বল্য হারিয়ে যায় সহজেই। কিন্তু কেন এমন হয় বলুন তো? আসুন এবার সেই কারণটাই জেনে নেওয়া যাক-

Updated By: Dec 23, 2016, 08:25 PM IST
কেন পুরানো কাগজ হলুদ হয়ে যায়?

ওয়েব ডেস্ক: অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ পুরানো কাগজ-পত্র হোক কিংবা পুরানো খবরের কাগজ সবসময়েই হলুদ হয়ে যায়। উজ্বল্য হারিয়ে যায় সহজেই। কিন্তু কেন এমন হয় বলুন তো? আসুন এবার সেই কারণটাই জেনে নেওয়া যাক-

খবরের কাগজ বা এমনি কাগজ যাই হোক না কেন, যেকোনও কাগজই মূলত তৈরি হয় কাঠ থেকে। আর এই কাঠে প্রাথমিকভাবে থাকে দুটি উপকরণ- একটি হল সেলুলোজ ও অন্যটি লিগনিন। কাগজে থাকা এই সেলুলোজ এবং লিগনিন সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর মধ্যে থাকা অক্সিজেনের দ্বারা জারিত হয়, অর্থাত্ ইলেকট্রণ বেড়িয়ে যায়। আর তার ফলেই কাগজ-পত্র হলুদাভ বাদামী রঙ ধারণ করে।

আরও পড়ুন- বুদ্ধিমান মানুষের বন্ধু সংখ্যা কম, বলছে গবেষণা

তবে আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে, সীমিত পরিমান লিগনিন থাকা অ্যাসিড-ফ্রি কাগজ ব্যবহার করুন। এবার দেখে নিন ভিডিওটি যা দেখলে বুঝতে পারবেন কেন ও কীভাবে হলুদ হচ্ছে কাগজ-

 

 

আরও পড়ুন- পালং-এর কেরামতি

.