ফোন ছেড়ে নোকিয়া নিয়ে এল "পদিপিসির বর্মি বাক্স"!
সোমবার সবাইকে চমকে নোকিয়া একটি কালো বাক্সের ছবি দিয়ে টুইট করে। নিচে লেখা "Guess what?"। সত্যি বলতে কালো বাক্সটা দেখতে যেন একবিংশ শতাব্দীর 'পদিপিসির বর্মি বাক্স'। এই কালো বাক্সের মধ্যে আছেটা কী? এই নিয়ে এখন ধন্দে এখন গেজেট বিশ্ব।
ওয়েব ডেস্ক: সোমবার সবাইকে চমকে নোকিয়া একটি কালো বাক্সের ছবি দিয়ে টুইট করে। নিচে লেখা "Guess what?"। সত্যি বলতে কালো বাক্সটা দেখতে যেন একবিংশ শতাব্দীর 'পদিপিসির বর্মি বাক্স'। এই কালো বাক্সের মধ্যে আছেটা কী? এই নিয়ে এখন ধন্দে এখন গেজেট বিশ্ব।
কেউ ভাবছে সেটটপ বক্স, কেউ ভাবছে ক্রোম বক্স, কারোর ধারণা আবার এ নির্ঘাত স্মার্ট হোম হাব। তবে নোকিয়ার প্রথম টিজার মন কেড়েছে অনেকেরই।
লুমিয়ার স্মার্ট ফোন থেকে নোকিয়ার নাম বাদ পড়লেও অন্য ডিভাউসে নোকিয়া তাদের আইকন ব্যবহার করতে পারবে। অতএব এবার ফোন ছেড়ে নোকিয়াকে অন্য ভুমিকায় বাজারে দেখতে পাব আশা করা যাচ্ছে।
Guess what? We’re up to something. http://t.co/AFq4dUFI9S #thinkingahead #Slush14 pic.twitter.com/sqERYpz0Vc
— Nokia (@nokia) November 17, 2014