মিলনের সময় সঙ্গীর চোখে কেমন দেখতে লাগে আমাদের? জানতে ডাউনলোড করুন গুগল গ্লাসের নয়া অ্যাপ 'গ্লান্স'

মিলনের সময় কেমন দেখতে লাগে আপনাকে? আপনি কি চিন্তিত তা নিয়ে? আপনার জন্য নতুন নিয়ে এল গুগল গ্লাস।

Updated By: Nov 17, 2014, 09:53 PM IST
মিলনের সময় সঙ্গীর চোখে কেমন দেখতে লাগে আমাদের? জানতে ডাউনলোড করুন গুগল গ্লাসের নয়া অ্যাপ 'গ্লান্স'

ওয়েব ডেস্ক: মিলনের সময় কেমন দেখতে লাগে আপনাকে? আপনি কি চিন্তিত তা নিয়ে? আপনার জন্য নতুন নিয়ে এল গুগল গ্লাস।

গুগল গ্লাসে খুব তাড়াতাড়ি আসছে নতুন আইফোন অ্যাপ গ্লান্স। মিলনের সময় আপনার সঙ্গীর চোখে আপনাকে কেমন দেখতে লাগে, ও আপনার সঙ্গীকে আপনার চোখে কেমন দেখতে লাগে তার ছবি তুলবে এই নতুন অ্যাপ। এর জন্য গুগল গ্লাস পরে নিয়ে আপানকে শুধু বলতে হবে 'ওকে গ্লাস, ইটস টাইম।' তাহলেই গুগল গ্লাস একে অপরের চোখে আপনাদের স্ট্রিম করতে শুরু করবে। আর যখন বন্ধ করতে চান তখন বলতে হবে 'ওকে গ্লাস, পুল আউট।'

গত বছর লন্ডনে ৩ জনের একটি দল এই অ্যাপ তৈরি করেন। অন্তরঙ্গ মুহূর্তে গুগল গ্লাসের ব্যবহার নিয়ে ছিল এই প্রকল্প। এই অ্যাপের সাহায্যে যৌনমিলন এক নতুন ধরণের অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন কারিগররা। আর যদি পরেও এই মুহূর্ত উপভোগ করতে চান তাহলে সেভ করে রাখতে পারেন এই লাইভ স্ট্রিমিং।

 

.