জেনে নিন, কোন কোন ক্ষেত্রে PF থেকে টাকা তুললেও কোনও কর দিতে হবে না

কিন্তু অনেকেই জানেন না PF তোলার নিয়ম।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 26, 2020, 05:39 PM IST
জেনে নিন, কোন কোন ক্ষেত্রে PF থেকে টাকা তুললেও কোনও কর দিতে হবে না

নিজস্ব প্রতিবেদন: চাকুরিজীবীদের কাছে প্রভিডেন্ট ফান্ড একটা গচ্ছিত সম্পদ আর খুব প্রয়োজনীয়ও।সাধারনত ম্যাচুউরিটি আগে খুব একটা দরকার না পরলে কেউই হাত দেন না এই টাকায়।কেউ যদি চাকরি ছেড়ে দেন তাহলে নির্দিষ্ট একটি সময়ের পর তারা টাকা তুলে নিতে পারেন।কিন্তু অনেকেই জানেন না PF তোলার নিয়ম। এর জন্য সমস্যায় পরে থাকেন অনেকেই।তাই জেনে নিন কিভাবে তুলবেন PF থেকে টাকা,

১)কোন কর্মচারী যদি চাকরির ৫ বছর আগেই পিএফের টাকা তোলেন তাহলে তাঁকে ট্যাক্স দিতে হবে।চাকরি বদল করলে  পিএফের টাকা অন্য় কর্মচারীর কাছে ট্রান্সফার করতে পারবেন।৫ বছরের কম সময় চাকরি করলে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী  ট্যাক্স দিতে হবে।

আরও পড়ুন:শরীর সুস্থ রাখতে সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খান

২)কোন কর্মচারীর চাকরি চলে গেলে বা সংস্থা বন্ধ হয়ে গেলে ইনকাম ট্যাক্সের  পিএফের নিয়ম অনুযায়ী টাকা তুলতে পারবেন।কোনও কর্মচারী চাকরি ছাড়ার একমাসের মধ্যে চাকরির সময় জমা হওয়া টাকার ৭৫% তুলতে পারবেন।চাকরি করার সময়সীমা যদি দু-মাসের বেশি না হয় তাহলে পিএফ অ্যাকাউন্ট থেকে পুরো টাকাই তুলতে পারবেন।

৩)কোন কর্মচারী যদি  ৫ বছরের বেশি চাকরি করেন তাহলে দিতে হবে না কোন ট্যাক্স।

.