শরীর সুস্থ রাখতে সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খান

দিনের কোন নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণে জল খাবেন? জেনে নিন-

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Feb 25, 2020, 05:40 PM IST
শরীর সুস্থ রাখতে সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খান

নিজস্ব প্রতিবেদন : জলের অপর নাম জীবন। তাই শরীর সুস্থ রাখতে সময়ে মতো জল খাওয়া শুধু দরকার-ই নয়, আবশ্যিক। অনেক সময়ে হয় যে ব্য়স্ততার কারণে আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খেয়ে উঠতে পারি না। কিন্তু এরফলে আমাদের শরীরেরই ক্ষতি হয়। চিকিত্সকরা জানাচ্ছেন, শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খেতে হবে।

কেমন হবে জল খাওয়ার রুটিন? দিনের কোন নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণে জল খাবেন? জেনে নিন-

* ঘুম থেকে ওঠার পর খালি পেটে ২-৩ গ্লাস জল খান। এতে শরীরের অঙ্গ-প্রতঙ্গগুলি সক্রিয় থাকে।

* দুপুরে বা রাতে খাওয়ার অন্তত আধঘন্টা আগে জল খেয়ে নেবেন। এতে হজমশক্তি বাড়ে।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জল খেয়ে নিন। এর ফলে ঘুম ও হজম দুটোই ভাল হয়ে।

আরও পড়ুন, লেবুর খোসা খেয়েই হতে পারে বিভিন্ন রোগের উপশম

আরও পড়ুন, ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত? ঘরে তৈরি স্ক্রাবারেই মুশকিল আসান!

* যদি আপনার হাই প্রেসারের সমস্য়া থাকে, তাহলে স্নান করতে যাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিন। এর ফলে প্রেসার স্বাভাবিক থাকে।

* এছাড়াও সারা দিন যখন যেমন জল পিপাসা পাবে, তখনই জল খেয়ে নেবেন।

.