পাহাড়, ডুয়ার্সে ঢল নেমেছে পর্যটকের

দু হাজার পনেরো, যাব যাব করছে। ক্রিসমাস, নিউ ইয়ার। ইভেন্টের ছড়াছড়ি এখন। মেগা মস্তি টাইম। এমন সময়ে কি আর ঘরবন্দি হয়ে থাকতে মন চায়! ব্যাগ গুছিয়ে তাই বেরিয়ে পড়েছেন অনেকেই। পাহাড়, ডুয়ার্সে ঢল নেমেছে পর্যটকের। অন্যবারের চেয়ে এবার যেন বেশিই। মাছি গলার জো নেই। এমন অবস্থা এনজেপির। পর্যটকদের ভিড়ে ঠাসা। এ ট্রেন, ও ট্রেন, সব প্যাকড। ফুল বুকড। ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। এরপর সেখান থেকে এদিক-ওদিক, নিজের পছন্দের জায়গায় পৌছে যাওয়া। ক্রিসমাস, নতুন বছর--ছুটির আমেজ। বাড়িতে থেকে কেউ কি তা নষ্ট করে! পর্যটকদের সংখ্যা এবার অনেক অনেক বেশি। তাঁদের সহযোগিতায় এগিয়ে এসেছে রাজ্য পর্যটন দফতরও। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রেল পুলিসও।

Updated By: Dec 25, 2015, 05:44 PM IST
পাহাড়, ডুয়ার্সে ঢল নেমেছে পর্যটকের

ওয়েব ডেস্ক: দু হাজার পনেরো, যাব যাব করছে। ক্রিসমাস, নিউ ইয়ার। ইভেন্টের ছড়াছড়ি এখন। মেগা মস্তি টাইম। এমন সময়ে কি আর ঘরবন্দি হয়ে থাকতে মন চায়! ব্যাগ গুছিয়ে তাই বেরিয়ে পড়েছেন অনেকেই। পাহাড়, ডুয়ার্সে ঢল নেমেছে পর্যটকের। অন্যবারের চেয়ে এবার যেন বেশিই। মাছি গলার জো নেই। এমন অবস্থা এনজেপির। পর্যটকদের ভিড়ে ঠাসা। এ ট্রেন, ও ট্রেন, সব প্যাকড। ফুল বুকড। ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। এরপর সেখান থেকে এদিক-ওদিক, নিজের পছন্দের জায়গায় পৌছে যাওয়া। ক্রিসমাস, নতুন বছর--ছুটির আমেজ। বাড়িতে থেকে কেউ কি তা নষ্ট করে! পর্যটকদের সংখ্যা এবার অনেক অনেক বেশি। তাঁদের সহযোগিতায় এগিয়ে এসেছে রাজ্য পর্যটন দফতরও। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রেল পুলিসও।

.