সাফল্যকে ছুঁতে সেরা দশ টিপস
জীবনে সফল হতে কে না চায়? সবাই চায় তার নামডাক হোক। দশটা লোক চিনুক। সেই সাফল্যের ছোঁয়া পেতে মেনে চলুন এই ১০টা টিপস-
ওয়েব ডেস্ক : জীবনে সফল হতে কে না চায়? সবাই চায় তার নামডাক হোক। দশটা লোক চিনুক। সেই সাফল্যের ছোঁয়া পেতে মেনে চলুন এই ১০টা টিপস-
১) তৃতীয় হাত অজুহাত- অজুহাতকে দূরে রাখুন। ফোকাসড হন। অজুহাত আপনার মনের দুর্বলতা। যা আপনার সাফল্যের পথে কাঁটা।
২) মোটিভেশন- নিজের সামনে নিজেই খাড়া করুন নতুন নতুন লক্ষ্য। তারপর সেই লক্ষ্যকে ছুঁতে নিজেকে নিজে মোটিভেট করুন।
৩) প্রত্যেকটা দিন নতুন- প্রত্যেকটা দিনই নতুন। ভোরে ঘুম ভাঙার পর থেকে সাজিয়ে ফেলুন আপনার আজকের দিনের কী কাজ। আর তারপর আবার ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সেই কাজ শেষ করে ফেলা। কাজ বাকি রেখে ঘুমোতে যাওয়া নয়।
৪) ইতিবাচক এনার্জি- নিজেকে সবসময় ইতিবাচক রাখুন । কখনও অল্পেতে ভেহে পড়া নয়। কখনও অল্পে তুষ্ট হওয়া নয়।
৫) মূল্যবোধ- সাফল্যকে ছুঁতে নিজের বিশ্বাস ও মূল্যবোধে অটল থাকুন। কোনওভাবেই তার সঙ্গে আপোস নয়।
৬) প্ল্যান B- প্ল্যান A ক্লিক না করলে ভেঙে পড়া নয়। প্ল্যান B-কে প্রস্তুত রাখুন।
৭) ঝুঁকি নিন- কেউ কখনও এটা করেনি তো কি হয়েছে? আপনি করুন। হতে পারে এটাই হবে আপনার তুরুপের তাস। আর সাফল্য ধরা দেবে আপনার মুঠোয়।
৮) ছোটো ছোটো টার্গেট- প্রথমেই বড় টার্গেটকে ভেবে চোখ বন্ধ করে দৌড় নয়। বড় টার্গেটাকেই ভেঙে ফেলুন ছোটো ছোটো টার্গেটে। তারপর ধাপে ধাপে সাফল্য অর্জন।
৯) আত্মতুষ্টি নয়- নিজের সাফল্যতে কখনও আত্মতুষ্টি নয়। কারণ, আত্মতুষ্টিই পতনের লক্ষ্ণণ।
১০) নিজেই নিজের মূল্যায়ক- নিজের কাজের সমালোচনা করুন আপনি নিজেই। নিজেই মূল্যায়ন করুন নিজেকে। তাহলেই আত্মসংশোধন সম্ভব।