রথযাত্রা উপলক্ষে শিল্পী সুদর্শন পট্টনায়েকের বালি দিয়ে তৈরি ভাস্কর্যটা দেখেছেন?

আগামিকাল রথযাত্রা । ভগবান জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা রথে চড়ে এদিন যাত্রা করেন। সারাদেশ রথযাত্রা উপলক্ষে উত্‌সবে মেতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে মেলা, উত্‌সব আয়োজন করা হয়। বাড়িতে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রথের দড়ি টানে। আপনিও নিশ্চয়ই আগামিকাল রথযাত্রায় খুব আনন্দ করবেন।

Updated By: Jun 24, 2017, 02:53 PM IST
রথযাত্রা উপলক্ষে শিল্পী সুদর্শন পট্টনায়েকের বালি দিয়ে তৈরি ভাস্কর্যটা দেখেছেন?

ওয়েব ডেস্ক: আগামিকাল রথযাত্রা । ভগবান জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা রথে চড়ে এদিন যাত্রা করেন। সারাদেশ রথযাত্রা উপলক্ষে উত্‌সবে মেতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে মেলা, উত্‌সব আয়োজন করা হয়। বাড়িতে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রথের দড়ি টানে। আপনিও নিশ্চয়ই আগামিকাল রথযাত্রায় খুব আনন্দ করবেন।

সারাদেশে রথযাত্রা উত্‌সবের পাশাপাশি উড়িষ্যায় রথযাত্রাকে ঘিরে উত্‌সব খানিকটা বেশি মাত্রাতেই হয়। এই সময়ে পুরীর রথ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বরের জনপ্রিয় শিল্পী সুদর্শন পট্টনায়ক বালি দিয়ে অসাধারণ একটি ভাস্কর্য গড়ে তুলেছেন। টুইটারে সেই ছবিও শেয়ার করেছেন। দেখে নিন সেই ছবি।

.