কন্যা রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার

কন্যা: ২২ অগাস্ট-২২ সেপ্টেম্বর

একাদশ ঘরে বৃহস্পতির প্রভাবে এইবছর প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। ইচ্ছেপূরণও হবে। সামাজিকতা বাড়বে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় প্রণয়, সন্তান, বিনোদন ও খেলায় আনন্দ, উন্নতির সুযোগ রয়েছে।

পরিবার ও ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। তবে প্রথম ঘরে রাহু প্রবেশ করায় শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বছরের প্রথমার্ধে স্বামী বা স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। শুক্র বিবাহিত জীবনে সাম্য বজায় রাখবে। চুটিয়ে পার্টি করুন। পরিবার ও বন্ধুদের বাড়িতে ডাকুন।

বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ ও নতুন কিছু শুরু করার ব্যাপারে সাবধান থাকতে হবে। খরচ বাড়ার ফলে মানসিক চাপ বাড়তে পারে। যেকোনও কাজে সাফল্য পেতে আগে থেকে পরিকল্পনা করা ও পরিশ্রম খুবই প্রয়োজন। শান্ত থাকুন। ছোটখাট ব্যাপার নিয়ে মাথা গরম করবেন না। বিশাল বড় কিছু ঘটবে না। ধৈর্য্য ও স্থিরতা দিয়ে অনেক বিষেয় সাফল্য পাবেন।

 

 

English Title: 
Sandip Kochar on forcast of 2015, Virgo Special
News Source: 
Home Title: 

কন্যা রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার

কন্যা রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার
Yes
Is Blog?: 
No