মরে যাওয়ার পরও সংরক্ষণ করে যেতে পারেন আপনার শরীরের ট্যাটু

শরীরে ট্যাটু আঁকিয়েছেন? আর কখনও শরীর থেকে যাবে না। সবাই এই কথা বলে। তাতে অবশ্য আপনার কী! কারণ, আপনি তো চানই না যে, এই ট্যাটু আপনার শরীর থেকে কখনও মুছে যাক।

Updated By: Nov 2, 2015, 12:01 PM IST
 মরে যাওয়ার পরও সংরক্ষণ করে যেতে পারেন আপনার শরীরের ট্যাটু

ওয়েব ডেস্ক: শরীরে ট্যাটু আঁকিয়েছেন? আর কখনও শরীর থেকে যাবে না। সবাই এই কথা বলে। তাতে অবশ্য আপনার কী! কারণ, আপনি তো চানই না যে, এই ট্যাটু আপনার শরীর থেকে কখনও মুছে যাক।
এই যদি আপনার মনের কথা হয়, তাহলে আপনার জন্য আছে আরও সুখবর।

এবার আপনি মরে গেলেও আপনার ট্যাটু করে রাখা যাবে সংরক্ষণ। হ্যাঁ, অনেকটা ওই মিশরীয়দের মমির মতো।
সেভ মাই ইংক বলে একটি কোম্পানি এখন মানুষকে এই পরিষেবাই দেওয়া শুরু করেছে। তাদের পরিষ্কার বক্তব্য, আপনি তো পৃথিবী ছেড়ে একদিন চলে যাবেনই। কিন্তু আপনার প্রিয়জনের জন্য থাকুক না, এই টামড়ার উপর ট্যাটুটি।
এই কোম্পানির প্রতিষ্ঠাতা চার্লস হাম বলেছেন, ''যদি কেউ এই বিষয়ে আগ্রহী হন, তাহলে ১০০ ইউরো দিয়ে এখনই বায়না করে রাখতে হবে। আর আপনার আপনার শরীরের ওই চামড়ার উপর রাখা ট্যাটুটি আপনার মৃত্যুর পর সংরক্ষণ করে রাখার জন্য প্রতি বছর দিতে হবে কেবলমাত্র ৫২ ইউরো।''
কী ভাবছেন? তা হলে আজই চার্লসকে ফোন করে ফেলুন।

.