খাদ্য হিসেবে গৃহীত হওয়ার সময় নিজেদের রক্ষা করার চেষ্টা করে গাছেরা

নিরামিষাশীরা একটু শুনুন! এর পর যখন আপনার প্রিয় লেটুস পাতা চেবাবেন, কিঞ্চিৎ সহানুভূতিশীল হন।

Updated By: May 23, 2015, 05:33 PM IST
 খাদ্য হিসেবে গৃহীত হওয়ার সময় নিজেদের রক্ষা করার চেষ্টা করে গাছেরা

ওয়েব ডেস্ক: নিরামিষাশীরা একটু শুনুন! এর পর যখন আপনার প্রিয় লেটুস পাতা চেবাবেন, কিঞ্চিৎ সহানুভূতিশীল হন।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে খাদ্য হিসাবে গৃহীত হওয়ার শব্দ সনাক্ত করতে পারে উদ্ভিদরা। আসন্ন বিপদ বুঝতে পেরে সেই অনুযায়ী প্রতিক্রিয়াও দেখায় তারা।

বিজ্ঞানীদের দাবি, শুঁয়োপোকারা পাতা খাওয়ার সময় যে শব্দ হয় তা সহজেই চিনতে পারে গাছেরা। সেই অনুযায়ী নিরাপত্তা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে তারা।

উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সময় সর্ষে গাছ বেশি করে তেল নিষ্কাশন করে। এই তেল শুঁয়োপোকাদের সর্ষে পাতা খাওয়ার উৎসাহ কমিয়ে দেয়।

তবে বায়ুপ্রবাহও একই ধরণের শব্দ সৃষ্টি করলেও তার বিরুদ্ধে কোনও প্রতিরক্ষা তৈরি করতে অক্ষম গাছেরা।

গবেষণার সময় শুঁয়োপোকাদের অ্যারাবিডপসিস নামের একটি গাছের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। এই গাছের সঙ্গে বাঁধাকপি ও সর্ষে গাছের সম্পর্ক আছে।

শুঁয়োপোকাদের পাতা চেবানোর প্রতিক্রিয়া হিসেবে পাতাদের নড়াচড়া নির্ধারণ করেছেন গবেষকরা।

এই পরীক্ষায় দেখা গেছে বিভিন্ন শাব্দ বৈশিষ্ট্যে পাতার রাসয়ানিক প্রতিরক্ষা সিস্টেমের কোনও পরিবর্তন হয়।

বিভিন্ন কম্পনে পাতার রাসয়ানিক চরিত্রের পরিবর্তন ভবিষ্যতে এগ্রিকালচারের উন্নয়নে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

 

.