চিনের সেই গ্রেট ওয়ালে হেঁটে বেড়াল মিনিওনরা

সপ্তাহের শেষের দু'দিন চিনের সেই পাঁচিলে হাঁটল মিনিওনরা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুভি মার্কেটে ম্যাজিক দেখাতে এবার অভিনদ উদ্যোগ নিল দ্য ডেসপিকেবল মি-এর ফ্র্যানচাইজিরা। ইতিমধ্যেই বিখ্যাত এই সিনেমার প্রিকুয়াল মিনিওনস সারা পৃথিবীতে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যবসা করে ফেলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর চিনে মুক্তি পেতে চলেছে মিনিওনস। তার আগে চিনের সিনে জগতও দখল করতে এই সিনেমার চরিত্র মিনিওনরা দল বেঁধে হাঁটল চিনের পৃথিবী বিখ্যাত পাঁচিলের উপর দিয়ে। 

Updated By: Aug 31, 2015, 12:44 PM IST
 চিনের সেই গ্রেট ওয়ালে হেঁটে বেড়াল মিনিওনরা

ওয়েব ডেস্ক: সপ্তাহের শেষের দু'দিন চিনের সেই পাঁচিলে হাঁটল মিনিওনরা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুভি মার্কেটে ম্যাজিক দেখাতে এবার অভিনদ উদ্যোগ নিল দ্য ডেসপিকেবল মি-এর ফ্র্যানচাইজিরা। ইতিমধ্যেই বিখ্যাত এই সিনেমার প্রিকুয়াল মিনিওনস সারা পৃথিবীতে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যবসা করে ফেলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর চিনে মুক্তি পেতে চলেছে মিনিওনস। তার আগে চিনের সিনে জগতও দখল করতে এই সিনেমার চরিত্র মিনিওনরা দল বেঁধে হাঁটল চিনের পৃথিবী বিখ্যাত পাঁচিলের উপর দিয়ে। 

চিনের ২,০০০ বছরের প্রাচীরে দাঁড়িয়ে কায়দার সঙ্গে ফটো শেসনও করল তিন জন হলুদ রঙের, বড়ি আকৃতির মিনিওন। এর পরের ধাপে দেশ জুড়ে রোড শো করবে এই তিন মূর্তি। দেখা করবে ভক্তদের সঙ্গেও। ইউনিভার্সাল পিকচার্স স্টুডিওর বেজিংয়ের অফিস থেকে নয়া এক অনলাইন ক্যাম্পেনও শুরু হয়ে গেছে। চিলি সানডে চ্যালেঞ্জ নামের এই ক্যাম্পনে ভক্তদের মিনিওনদের মত সাজপোশাক পরে আসার আহ্বান জানানো হয়েছে। তাঁরা যোগ দিতে পারবেন মিনিওনদের ভাষা অনুবাদ করার প্রতিযোগিতাতেও। 

২০১০ সালে যখন বিশ্বের বাজারে  দ্য ডেসপিকাবল মি মুক্তি পেয়েছিল, সেই বছর কোনও অজ্ঞাত কারণে চিনে মুক্তি পেতে দেওয়া হয়নি এই সিনেমা। মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার সাত মাস পরে চিনে মুক্তির অনুমতি মিলেছিল ডেসপিকেবল মি টু-এর।  

তবে মুক্তি পাওয়ার পর প্রত্যাশা ছাপিয়ে চিনে ব্যবসা করে ছিল ডেসপিকেবক মি টু। মিনিওনদের অঢেল ভালবাসা দিয়েছিলেন চিনের আপামর সাধারণ মানুষ। শুধু চিনেই এই অ্যানিমেশন মুভি ৫২.৯ মিলিয়ন মার্কিন ডলার কামিয়েছিল। 

তবে চিনের সিনে বাজার থেকে দারুণ ব্যবসা করেছে ইউনিভার্সাল স্টুডিও। এপ্রিল মাসে তাদের ফিউরিয়াস সেভেন এখনও পর্যন্ত সে দেশে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সব থেকে বেশি ব্যবসা করেছে। রমরম করে চলেছে জুরাসিক ওয়ার্ল্ডও। এবার সেই সাফল্য আরও খানিকটা বাড়িয়ে তুলতে সেপ্টেম্বরেই চলে আসছে মিনিয়নরা। 

 

.