যৌন সঙ্গমের পরিবর্তে হস্তমৈথুন! করোনা-সংক্রমণ ঠেকাতে পরামর্শ নিউইয়র্কের স্বাস্থ্য দফতরের
এ ছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাইরের লোক বা অপরিচিত ব্যক্তির সঙ্গে আলিঙ্গন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৩ হাজার ১২৪। এই ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৯৮৬ জনের। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লক ডাউনে গিয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, ভারত-সহ সারা বিশ্বের শতাধিক দেশ।
মোট আক্রান্তের বিচারে সবচেয়ে উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৩৭। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমেরিকায় এ পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৮৫ জন। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে সেখানে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে, মানুষকে সচেতন করতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন উপায়ে প্রচার চালানো হচ্ছে। তেমনই একটি সরকারি সচেতনতা মূলক প্রচার নজর কেড়েছে নেট দুনিয়ার।
সম্প্রতি ‘দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন’ (The New York City Department of Health and Mental Hygiene) এর পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। এই টুইটে সাধারণ মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যৌন সংসর্গ, যৌন সঙ্গম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে যৌন সংসর্গ, যৌন সঙ্গমের পরিবর্তে হস্তমৈথুনের পরামর্শ দেওয়ার হয়েছে এই টুইটে। এই টুইটে লেখা হয়েছে ‘আপনার সুরক্ষিত যৌন সঙ্গী হল আপনার হাত... হস্তমৈথুনে ছড়াবে না COVID-19’।
Here are some tips for how to avoid spreading #COVID19 during sex: https://t.co/ABADzBSc49
You are your safest sex partner Masturbation will not spread COVID-19
The next safest partner is someone you live with
Avoid close contact with anyone outside your household pic.twitter.com/sI0gIJ7oDz— nycHealthy - STAY HOME NYC (@nycHealthy) March 27, 2020
আরও পড়ুন: চিকিত্সকদের নিষেধ সত্ত্বেও প্রতি ঘণ্টায় কতবার নাকে-মুখে হাত দিচ্ছেন আপনি! জানাল সমীক্ষা
এ ছাড়াও ‘দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন’-এর পক্ষ থেকে সাধারণ মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাইরের লোক বা অপরিচিত ব্যক্তির সঙ্গে আলিঙ্গন থেকে বিরত থাকতে বলা হয়েছে।