শিখে নিন কীভাবে বানাবেন ‘পনির বাটার মশলা’

এমন অনেক মানুষ আছেন, যাঁরা মাছ, মাংস, ডিম খান না। শাক সব্জি ছাড়াও পনির খেতে বেশি পছন্দ করেন। তাঁদের জন্য আজকের রেসিপি ‘পনির বাটার মশলা’। শুধু নিরামিশাষী লোকেরাই নন, পনির খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। আর সেখানে পদটা যদি ‘পনির বাটার মশলা’ হয়, তাহলে তো কথাই নেই। একেবারে আঙুল চেটেপুটে খাওয়া হয়ে যাবে।

Updated By: Dec 27, 2016, 03:29 PM IST
শিখে নিন কীভাবে বানাবেন ‘পনির বাটার মশলা’

ওয়েব ডেস্ক: এমন অনেক মানুষ আছেন, যাঁরা মাছ, মাংস, ডিম খান না। শাক সব্জি ছাড়াও পনির খেতে বেশি পছন্দ করেন। তাঁদের জন্য আজকের রেসিপি ‘পনির বাটার মশলা’। শুধু নিরামিশাষী লোকেরাই নন, পনির খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। আর সেখানে পদটা যদি ‘পনির বাটার মশলা’ হয়, তাহলে তো কথাই নেই। একেবারে আঙুল চেটেপুটে খাওয়া হয়ে যাবে।

আরও পড়ুন জানেন কবিগুরু কোন ঋতু নিয়ে ক'টি করে গান লিখেছেন?

আরও পড়ুন কীভাবে বাড়িতে সহজেই ‘ক্রিমি চিকেন পিত্‌জা’ বানাবেন শিখে নিন

আপনিও কি সেই সমস্ত পনির প্রেমী লোকেদের মধ্যে পড়েন? তাহলে আজ আপনার জন্য রয়েছে পনিরের সবথেকে জনপ্রিয় রেসিপি, ‘পনির বাটার মশলা’। খুবই সহজ এটি তৈরি করা। ভিডিও দেখে শিখে নিন। আর বানিয়ে ফেলুন।

.